কড়া নিরাপত্তার মধ্যে আগামিকাল রবিবার হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা।রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজনৈতিক এবং আইনি চাপান-উতোরের আবহে পরীক্ষা নিয়ে আগাম প্রস্তুতি সেরে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।প্রাথমিক স্কুলে শিক্ষকতার জন্য যোগ্যতা নির্ণায়ক এই পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী।
দেশের সময় ওয়েবডেস্কঃ এবার প্রাইমারি টেট পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় সাত লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরেও থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পর্ষদের কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি।শনিবার পরীক্ষার আগের দিন পর্ষদ সভাপতি গৌতম পালের অভিযোগ, পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন কেউ কেউ। তবে প্রশাসন যেমন সতর্ক আছে তেমনই পর্ষদও কিন্তু সতর্ক আছে।
রবিবার টেট । দুপুর ১২ টা থেকে পরীক্ষা গ্রহণ শুরু হবে। তার আগে শনিবাসরীয় সন্ধেয় প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল জানালেন, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবারের টেটে এক গুচ্ছ নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।
*পর্যদ সভাপতি জানিয়েছেন, এবার টেটের পর পরীক্ষার্থীরা প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারবেন।
*পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখতে ওমএরআর শিটের ডুপ্লিকেট কপি রাখা হবে। অর্থাৎ মূল ওএমআর শিটে উত্তর দিলে নীচে ডুপ্লিকেট কপিতে তার ছাপ পড়বে। সেটিও বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, এর আগে স্কুল সার্ভিস পরীক্ষায় ওমআরশিটের কারচুপির ঘটনা ফাঁস হয়ে গেছে। হাইকোর্টের নির্দেশে সেই শিট প্রকাশ করতে বাধ্য হয়েছে কমিশন।
* পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, প্রশ্নপত্র পৃথকভাবে দেওয়া হবে না। প্রতিটি পরীক্ষার্থী একটা সিল করা খাম পাবেন। সেই খাম পরীক্ষাকেন্দ্রে যাঁরা থাকবেন তাঁরা খুলবেন না। পরীক্ষার্থীই খুলবেন। তার মধ্যেই প্রশ্নপত্র এবং ওএমআর শিট থাকবে।
* পরীক্ষা কেন্দ্রে কোনওরকম ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল নিয়ে ঢোকা যাবে না।
*মোট ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।
*১৪০০-র বেশি পরীক্ষা কেন্দ্রে সেই পরীক্ষা নেওয়া হবে।
* প্রায় সব পরীক্ষা কেন্দ্রের সঙ্গে পর্ষদের দফতর বৈদ্যুতিন ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ রাখবে। কন্ট্রোল থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ভিডিওগ্রাফি বা ফুটেজ দেখা যাবে।
* কোনওরকম অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করে পর্ষদকে জানানো যাবে। সেই নম্বর হল- ৬২৯২২৭৮৪৩৮।
* পর্ষদ সভাপতি জানিয়েছেন, কেউ যদি ভুয়ো কিছু ইলেকট্রনিকালি ট্রান্সমিট করার চেষ্টা করে তা হলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
*পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা হবে, তাদের তল্লাশি করে তবেই পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে।
*প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে কড়া পুলিশি বন্দোবস্ত। তৈরি রাখা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী। সতর্ক থাকবে দমকল বিভাগও।
*রবিবার পরীক্ষা উপলক্ষে অতিরিক্ত বাস নামাচ্ছে রাজ্য পরিবহন দপ্তর।