Terracotta ‘গ্যালারি মীনু’ তে টেরাকোটা কর্মশালা ২০২৫: দেখুন ভিডিও

0
31


স্বপন কুমার পাল, কলকাতা: ১০ -ও ১১ জানুয়ারি ২০২৫ হরিদেবপুর কবরডাঙ্গায় ‘গ্যালারি মীনু ‘ তে অনুষ্ঠিত হয়ে গেল এক টেরাকোটার কর্মশালা। পশ্চিমবঙ্গের বিখ্যাত টেরাকোটা শিল্পী রামকুমার মান্নার তত্ত্বাবধনে।

ছবি তুলেছেন স্বপন কুমার পাল

দু দিনের কর্মশালাতে প্রায় ৪০ জন অংশগ্রহণ করেছেন। তার মধ্যে অনেক নবীন প্রবীণ যোগ দিয়েছেন। একেবারেই প্রথম কাজ করেছে এমন সংখ্যা অর্ধেক। সুদূর ক্যানিং থেকে কল্যাণী থেকেও এসেছেন, কলকাতার অংশগ্রহণকারী তো ছিলই। অনেক তরুণী অংশগ্রহণ করেন, আবার অনেক প্রতিষ্ঠিত শিল্পী ও ভাগ নেন। প্রবল উৎসাহের সঙ্গে কাজ করেন তারা। শিক্ষক ‘ রামদা ‘ স্নেহের সঙ্গে সবাইকেই কাজ বুঝিয়ে দেন হাসি মুখে। রামকুমার মান্নার স্বভাবসিদ্ধ সদা হাস্যময় মুখে সবাইকেই আপন করে নেন। দেখুন ভিডিও

এবার এই ‘ টেরাকোটা কর্মশালা ২০২৫ ‘ নবম তম।
রামকুমার বাবুর আশাবাদী, বললেন আগামী বছর এই সংখ্যা ১০০ হতেই পারে। তিনি এবার খুব খুশী ছাত্র ছাত্রীদের উৎসাহ দেখে। তার গ্যালারিটি সত্যিই দেখার মতো শান্ত পরিবেশে পুরো বাড়িতেই তার ও অকাল প্রয়াত পত্নী মীনু মান্নার কাজ দিয়ে সাজানো ছিল।

Previous articleBook Release:আড়িয়াদহ- দক্ষিণেশ্বর- কামারহাটি পৌর অঞ্চলের ইতিবৃত্ত নিয়ে পুস্তক প্রকাশ
Next articleBeauti contest ক্লাউড নাইনের সৌন্দর্য প্রতিযোগিতা : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here