Teachers Day:শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য, আজ শিক্ষক দিবসে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? তাকিয়ে রাজ্য

0
540

দেশের সময়: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দফতরের বর্তমান ও প্রাক্তন আমলাদের নিয়েও টানাটানি চলছে। এমনকী কেন্দ্রীয় এজেন্সির জেরার মুখে পড়তে হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।

এই অবস্থায় আজ, শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। কলকাতায় নজরুল মঞ্চের পরিবর্তে আজ রাজ্য সরকারের তরফে শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা।

ওই অনুষ্ঠান থেকে শিক্ষক নিয়োগে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি আদৌও কোনও বার্তা দেন কি না, সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি রাজ্যের চাকরিপ্রার্থীদের নিয়ে তাঁর কোনও আশ্বাস থাকে কিনা সেটাও দেখার। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি শিক্ষক নিয়োগ নিয়ে তদন্ত করছে। এই পরিস্থিতিতে এবারের শিক্ষক দিবসের অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ।

কারণ, আজকের অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর কিছু ঘোষণা করার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের অনুষ্ঠান থেকেই ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়া অ্যাকাডেমিক বিল্ডিংয়ের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

এদিকে আজকের শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে দশ জন শিক্ষক ও অধ্যাপককে মুখ্যমন্ত্রী শিক্ষারত্ন পুরষ্কার তুলে দেবেন বলে জানা গিয়েছে। বাকিদের শিক্ষারত্ন সম্মান প্রদান করবেন বিভিন্ন জেলার জেলাশাসকরা। সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন কোনও নয়া নীতির ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবর। এদিনের অনুষ্ঠান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্টের কৃতি ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয় হবে।

মাধ্যমিকের প্রথম ১০তম স্থানাধিকারী, সিবিএসই-র দশম ও দ্বাদশের প্রথম পাঁচজন স্থানাধিকারী, আইসিএসই ও আইএসসির প্রথম পাঁচজন এবং মাদ্রাসার কৃতি পড়ুয়াদের পাশাপাশি জয়েন্টের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদেরও সংবর্ধিত করা হবে।

একইসঙ্গে এসসি, এসটি পড়ুয়াদের মধ্যে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম একশোজনকে দেওয়া হবে কৃতি সম্মান। মুখ্যমন্ত্রী দশজন শিক্ষককে শিক্ষারত্ন তুলে দিলেও এই সম্মান দেওয়া হবে মোট ৬১ জন শিক্ষককে। বাকি ৫১ জনকে ওই সম্মান দেওয়া হবে বিভিন্ন জেলা থেকে। করোনার কারণে গত দু’বছর ভার্চুয়ালি এই অনুষ্ঠান করতে হয়েছে। এবার ছাত্রছাত্রীরা আসবেন। সেইমতো যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

Previous articleHILSA : বাজারে ইলিশের অপেক্ষায় সারাবছর মুখিয়ে থাকেন? তাহলে জেনে নিন, ইলিশ শুধু জিভে জল আনে না, বাড়িয়ে দেয় আয়ু
Next articleHilsa : আগামীকাল থেকেই এপার বাংলায় মিলবে ওপার বাংলার ইলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here