Swastha Bhavan ‘স্বাস্থ্য ভবন আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে’,মেল আসতেই তল্লাশি অভিযানে বিধাননগর পুলিশ

0
42

হুমকি মেল পেল স্বাস্থ্য ভবন! স্বাস্থ্য ভবনের কোথাও বিস্ফোরক রাখা রয়েছে। উড়িয়ে দেওয়া হবে বিল্ডিং। এই মর্মে মেল পেলেন কর্তৃপক্ষ। যার জেরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে। খবর দেওয়া হয়েছে বিধাননগর পুলিশকে। পুলিশও খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে।

স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে! আইইডি বিস্ফোরণের  হুমকি এল ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিসের কাছে। আর এই মেলের খবর পেতেই তৎপর বিধাননগর থানার পুলিশ।

৪টি আইইডি বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। কার্যত ঘিরে রাখা হয়েছে স্বাস্থ ভবন চত্বর। প্রাথমিক অনুমান, এটি ভুয়ো ইমেল। কেউ হয়তো ইচ্ছে করে পুলিশকে হেনস্থা করার জন্য এই মেল পাঠিয়েছে। তবে বিষয়টিকে কোনও ভাবেই হালকা করে দেখছে না পুলিশ।

পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের পর থেকেই দেশের নানা প্রান্ত সাইবার হামলার চেষ্টা করেছে পড়শি দেশ। বেশিরভাগ ক্ষেত্রে অসফল হলেও কিছু কিছু ভারতীয় সংস্থার মেল আইডি হ্যাক করতে পেরেছিল পাক হ্যাকাররা। এই হুমকি মেলের নেপথ্যেও পাক-যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ এখনও পর্যন্ত কে বা কারা এই মেল পাঠিয়েছে তা জানা যায়নি।

সাম্প্রতিক সময় এই তথ্য সামনে এসেছিল যে পাকিস্তান এবং চিন ভারতে সাইবার হানার চেষ্টা করছে। স্বাস্থ্য ভবন সংক্রান্ত এই হুমকি মেলে তাদের হ্যাকারদের জেনারেট করা কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে মেলে হুমকির যা ভাষা তাতে অনুমান, স্থানীয় কেউই শুধুমাত্র পুলিশকে হেনস্থা করার জন্য বা খবরে আসার জন্য এমন কাজ করেছে।

ইতিমধ্যে স্বাস্থ্য ভবন চত্বরে চলছে চিরুণী তল্লাশি। বিধাননগর পুলিশের সাইবার শাখা এই তল্লাশি শুরু করেছে। আর কোনও মেল বা হুমকি ফোন এসেছে কিনা, সে ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। 
 

Previous articlePM Modi holds roadshow in Gujarat ‘৭৫ বছরের যুবক’ মোদীকে ফুল ছুড়ল কর্নেল সোফিয়া কুরেশির পরিবার , রোড শোয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন গুজরাতবাসী
Next articlePM Modi in Vadodara:  ‘সিঁদুর যারা মুছে দেবে, তাদেরও মুছে যেতে হবে’, গুজরাত থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here