Suvendu Adhikari meets Amit Shah : শাহি-বৈঠকে শুভেন্দুর ১০০ নামের তালিকা ঘিরে বাড়ছে জল্পনা

0
1233

দেশের সময় ওয়েবডেস্কঃ ইডির হাতে বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর হাতে-গরম ইস্যু পেয়ে গিয়েছেন বিরোধীরা। চড়ছে আন্দোলনের সুর। জেলায় জেলায় চলছে প্রতিবাদ মিছিল, কুশপুতল দাহ। আর এরই মধ্যে রাজনীতির বাতাবরণকে আরও তপ্ত করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক। 

আজ সকাল থেকেই নজর ছিল শুভেন্দু-শাহি সাক্ষাতের দিকে। গতকাল রাতেই দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। অন্যদিকে এই সপ্তাহেই দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাঁর একগুচ্ছ বৈঠক রয়েছে বলেই খবর সূত্রের। জল্পনা এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসতে পারেন মমতা। তার আগেই দিল্লি গিয়ে শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠক নিয়ে জোর জল্পনা ছিল রাজনৈতিক মহলে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৈঠক শেষে বেরিয়ে সৌমিত্র খাঁ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিককে পাশে নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের নেতা নেত্রী সহ ১০০ জনের নাম জমা দিয়েছেন তিনি। বৈঠক শেষে বিজেপি বিধায়ক জানান, “ ১০০’র বেশি তৃণমূলের বিধায়ক এবং তৃণমূলের কালেক্টরের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি, যাঁরা বাংলায় ঘুষের চক্র চালিয়েছে এবং টাকা তুলেছে।“

তবে কার কার নাম সেই তালিকায় রয়েছে, সেই বিষয়টি খোলসা করে কিছু বলেননি রাজ্যের বিরোধী দলনেতা। প্রশ্ন করা হলে তিনি জানান, “এটি অভ্যন্তরীণ বিষয়”। শুভেন্দু বাবু আরও বলেন, “আদালত নজর রাখছে। মানি ট্রেল পাওয়া গিয়েছে। পিএমএলএ আইন নিয়ে সুপ্রিম কোর্ট তো সবুজ ঝান্ডা দেখিয়েই দিয়েছে। সুপ্রিম কোর্ট আমাদের দেশের শেষ কথা।”

শাহি সাক্ষাত শেষে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গে ৭৫ হাজার চাকরির মধ্যে ৫০-৫৫ হাজার বিক্রি করা হয়েছে। একা পার্থ, অপা যুক্ত নন। প্রচুর কালেক্টর আছে। ব্লক অনুযায়ী কালেক্টর আছে, জেলা অনুযায়ী কালেক্টর আছে।“ সঙ্গেই জানান, ৪ বিধায়কের লেটারপ্যাড সহ বিভিন্ন তথ্য প্রমাণ জমা দিয়েছেন তিনি।

রাজ্যের দুর্নীতি নিয়ে আলোচনার পাশাপাশি সিএএ নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেই নিজের টুইটে জানিয়েছেন শুভেন্দু। বৈঠকের পর সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারী পৃথক ভাবে বসতে পারেন। সম্ভাবনা রয়েছে নাড্ডার সঙ্গে সাক্ষাতের।

গতকালই নতুন ৭টি জেলা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শুভেন্দুর দিল্লি যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ নতুন জেলাগুলির আইএএস ও আইপিএস নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। তবে সবথেকে বেশি জল্পনা তৃণমূল নেতাদের তালিকা নিয়ে ৷

সূত্রের খবর, এককালের সহযোদ্ধা তৃণমূলের একাধিক নেতা সম্প্রতি ইডি–সিবিআইয়ের জেরার মুখে পড়ায় কিছুটা অস্বস্তিতে শুভেন্দু। নারদা কাণ্ডের এফআইআরে নাম রয়েছে তাঁর। জেরা এড়াতে নিজের রক্ষাকবজ নিয়েও আলোচনা করেছেন তিনি।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এক লাখেরও বেশি বেকার লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে এবং কোটি কোটি ছাত্রছাত্রীদের ভবিষ্যত নষ্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের এই দুর্নীতিতে জড়িত কাউকে যাতে রেহাই দেওয়া না হয়, সেই অমিত শাহর কাছে সেই আবেদন করেছেন তিনি।

Previous articlePartha Chatterjee: নিশানায় পার্থকে রেখে জুতো ছুড়ে মারলেন মহিলা!বঙ্গ রাজনীতিতে বেনজির দৃশ্য
Next articleHooghly: কলকাতা থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরত্ব, পায়ে হেঁটে লাদাখের পথে রওনা দিলেন চন্দননগরের যুবক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here