Supreme Court: সুপারনিউমেরারি-মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল রাজ্য ! শূন্যপদ নিয়ে হাইকোর্টের সিবিআই-নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত

0
109

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। সুপারনিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত মামলায় খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে ছিল মামলার শুনানি। সুপারনিউমেরারি পোস্ট তৈরি করা অসাংবিধানিক নয় বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি।

এসএসসি-র অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ শীর্ষ আদালতে। আজ, মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের
 এই সিদ্ধান্ত ঘোষণা করা হল। একে রাজ্য সরকারের আপাত জয় বলেই মনে করা যেতে পারে।

এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় ছ’হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। এই সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং রাজ্য মন্ত্রিসভারও অনুমোদন ছিল ওই সিদ্ধান্তে। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ওই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। এমনকি প্রয়োজনে সেই সিদ্ধান্তে যুক্ত মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই এমন নির্দেশও দেয় আদালত।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে শুনানি হয় এই মামলাটির। দু’পক্ষের যুক্তি-পাল্টা যুক্তি শোনার পরে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চালানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানে। পাশাপাশি, অতিরিক্ত শূন্যপদ তৈরি বেআইনি নয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিক্ষা দফতর বা এসএসসি এই ধরনের পদ সৃষ্টি করতেই পারে।

পাশাপাশি, এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শও নেওয়া হয়েছিল। রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল। এই মন্তব্যের ভিত্তিতে আদালত জানিয়ে দেয়, এই বিষয়ে তদন্তের কোনও প্রয়োজন নেই এবং মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। ফলত হাইকোর্টের নির্দেশ খারিজ হয়ে যায়।

এই রায়ের ফলে রাজ্য সরকার ও মন্ত্রিসভার সদস্যদের উপর থেকে সম্ভাব্য সিবিআই জিজ্ঞাসাবাদের চাপ আপাতত সরল। নিয়োগ দুর্নীতির মামলায় এটি রাজ্যের কাছে এক বড় স্বস্তি বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, সোমবারই শিক্ষক নিয়োগে বিপর্যয়ের আবহে ‘যোগ্য’ চাকরি হারানোদের স্বার্থে পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে পর্ষদের তরফে একটি আবেদনও জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, শীর্ষ আদালতের পূর্ববর্তী নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হয়েছে। এর ফলে বহু প্রার্থী, যাঁরা প্রকৃত অর্থে যোগ্য এবং দুর্নীতির সঙ্গে জড়িত নন, তাঁরাও চাকরি হারিয়েছেন। এই প্রেক্ষিতে পর্ষদের আবেদন, যাঁরা প্রকৃতপক্ষে যোগ্য বলে বিবেচিত, তাঁদের নতুন করে নিয়োগ করা হোক অথবা চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত তাঁদের অন্তত কাজে বহাল রাখা হোক।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলির স্বাভাবিক পাঠদান বজায় রাখা ও ছাত্রছাত্রীদের স্বার্থেই এই আর্জি জানানো হয়েছে বলে পর্ষদের যুক্তি।

এমনই পরিস্থিতিতে এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ (সুপারনিউমেরারি পোস্ট) তৈরি সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশ খারিজ হওয়ায় বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার ও মন্ত্রিসভা। 

Previous articleSheikh Hasina Speech: পুরনো মেজাজে হাসিনা , জঙ্গি,সুদখোর বলে ধুয়ে দিলেন ইউনূস’কে, ‘আত্মবিশ্বাসী’ হয়ে দিলেন ‘ফেরার’ বার্তা
Next articleDigha Jagannath Templeঅক্ষয় তৃতীয়াতেই উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের,সেলেবদের জন্য কী ব্যবস্থা? শেষ মুহূর্তের প্রস্তুতিতে নজর রাখছেন খোদ মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here