Supermoon : আজ রাতে দেখা মিলবে সবথেকে ‘বড় চাঁদের’! মহাজাগতিক ঘটনার নেপথ্যের কারণ কী? জানুন

0
1088

পিয়ালী মুখার্জি ,কলকাতা : আজ বুধবার গুরুপূর্ণিমা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আকাশে উদয় হয়েছে অতিকায় চাঁদ বা সুপারমুন । প্রতি বছরই দু’এক বার করে আকাশে দেখা যায় এমন চাঁদ। তেমনই একটি দিন গুরু পূর্ণিমা! এদিনের আকাশেও জ্বলজ্বল করছে এমন চাঁদ। তবে এদিনের সুপার মুনের বৈশিষ্ট্যই আলাদা। এর আগে এত বড় ও উজ্জ্বল চাঁদ দেখা যায়নি।

গুরু পূর্ণিমার দিন অর্থাৎ বুধবার সন্ধ্যায় আকাশে দেখা মিলল সবথেকে ‘বড় চাঁদ’। চাঁদের যে আকার দেখে আমার অভ্যস্ত এদিন তার কয়েকগুণ বেশি বড় দেখাবে চাঁদকে। মহাকাশ বিজ্ঞানের ভাষায় চাঁদের এই রূপকে বলা হচ্ছে, ‘স্ট্রবেরি মুন’। অনেকে আবার ‘বাক মুন’ও বলেন। স্বাভাবিক আকৃতির থেকে এদিন চাঁদকে প্রায় ১০ গুন বড় দেখাবে। কিন্তু কেন এমনটা হবে জানেন? কী জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা? 

এ বছর চারবার সুপারমুন দেখার সৌভাগ্য আছে বিশ্ববাসীর। আজকেরটা সেই তালিকায় তৃতীয় নম্বরে। পরের বার ১২ অগাস্ট দেখা যাবে আবারও এমন চাঁদ। যখন চাঁদ পৃথিবীর কক্ষের একদম কাছে চলে আসে তখনই চাঁদকে অতিকায় ও উজ্জ্বল দেখায়।

নাসা (NASA)জানিয়েছে, আজ থেকে আগামী তিনদিন আকাশে এমন বড় ও উজ্জ্বল চাঁদ দেখা যাবে। গত ১৪ জুন সুপারমুন দেখা গিয়েছিল। তবে আজকে পৃথিবীর নিকটতম স্থানে অবস্থান করবে চাঁদ। পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব থাকবে মাত্র তিন লক্ষ সাতান্ন হাজার ৪১৮ কিলোমিটার।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সাধারণ পূর্ণিমার তুলনায় এই চাঁদ সাত শতাংশ বড় হতে পারে। এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল হতে পারে। এবার আসা যাক কোথায় কখন দেখা যাবে এই চাঁদ?

এদিন চাঁদ ‘colsest point to the earth’ বিন্দুতে এসে অবস্থান করে। অর্থাৎ পৃথিবীর কক্ষপথের সবথেকে কাছের বিন্দুতে এসে চাঁদ অবস্থান করবে। যার ফলে এদিন সাধারণ দিনের থেকে চাঁদকে আরও বড় দেখতে পাবে পৃথিবীবাসী।

আকাশ যদি পরিষ্কার থাকে তো ভারতের আকাশেও মিলবে এই চাঁদের দর্শন। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটে হবে চাঁদের উদয়। কিন্তু অতিকায় চাঁদ দেখা যাবে রাত ১২টা ৭ মিনিটের পর থেকে।

তবে দক্ষিণবঙ্গবাসীর ক্ষেত্রে চিন্তার বিষয় মেঘলা আকাশ। আকাশে মেঘ থাকলে চাঁদের পরিপূর্ণ রূপ দেখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে সব ঠিক থাকলে বুধবার নির্ধারিত সময়ে আকাশের দিকে তাকালে আপনি অবাক হতে বাধ্য হবেন। 

চাঁদের যে রূপ দেখে আমারা মুগ্ধ হই, এদিন তা যেন আরও ছাপিয়ে যাবে। চাঁদের এই রূপ ফের দেখা যাবে ২০২৩ সালের ৩ জুলাই ৷

Previous articleMinor Harassment: পাট ক্ষেতের মধ্যে নাবালিকাকে ‘ধর্ষণ’!ঘটনার দু’দিন পরেও অধরা অভিযুক্ত
Next articleSealdah to Salt Lake Metro : আজ শিয়ালদহ – সল্টলেক প্রথম মেট্রো সকাল ৬:৫৫ মিনিটে যাত্রী নিয়ে ছুটবে ! রইল বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here