পৃথিবীতে সফল ল্যান্ডিং হয়েছে ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলের। সুস্থ অবস্থায় ফিরে এসেছেন সুনীতা উইলিয়ামস-সহ চার নভোচর। তুতো বোনের ইতিহাস সৃষ্টিতে খুশি ফাল্গুনি পাণ্ডিয়া।
এনডিটিভি-কে তিনি বলেন, ‘ওই মুহূর্তটা অবিস্মরণীয় ছিল।’ সুনীতা ঘরে ফিরতেই মন্দিরে গিয়ে পুজো দেন ফাল্গুনি। ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান, বোন ঠিক মতো পৃথিবীতে ফিরে আসায়। সঙ্গে সুখবরও দেন ফাল্গুনি। তিনি জানান, খুব শীঘ্রই ভারতে আসবেন সুনীতা উইলিয়ামস। তাঁর কথায়, ‘আমরা ছুটিতে একসঙ্গে বেড়াতে যাওয়ারও পরিকল্পনা করেছি। এ বার অনেকটা সময় ও পরিবারের সঙ্গে কাটাবে।’
ভারতের সঙ্গে নাড়ির টান সুনীতার। তাঁকে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘ভারতের সমস্ত মানুষ আপনার জন্য গর্বিত। আপনি আমাদের থেকে হাজার কিলোমিটার দূরে থাকলেও আমাদের হৃদয়ের কাছাকাছিই আছে।’ নমো যখন এই চিঠি লেখেন তখন অবশ্য পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করেননি ভারতীয় বংশোদভূত এই নভোচর। সুনীতার পরিবারকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘আপনার মা (মিস বনি পাণ্ডে) আপনার জন্য অপেক্ষা করে আছেন। আমি নিশ্চিত আপনার প্রয়াত বাবার আর্শীবাদও আপনার সঙ্গে আছে। মিস বনি পাণ্ডে ও দীপকভাইয়ের সঙ্গে ২০১৬-এ আমার একবার দেখা হয়েছিল। সেই দিনটা আমার আজও মনে আছে।’ সুনীতা উইলিয়ামসের স্বামীকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদী আরও লিখেছেন, ‘দেশ আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে সামনাসামনি দেখতে ভারতের মানুষ উদগ্রীব। ঘরের মেয়েকে বরণ করার অপেক্ষায় দেশ।’

https://x.com/DrJitendraSingh/status/1901914697504637296?t=Th7LhBJLqDolkoANPCpCrg&s=19

সুনীতার ঘরওয়াপসির পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্ত্র সিংয়ের। তিনি লেখেন, ‘এটা গোটা বিশ্বের কাছে গর্বের এবং স্বস্তির। ভারতকন্যা সুনীতার নিরাপদে পৃথিবীতে অবতরণ উদযাপন করল গোটা বিশ্ব। সাহস, দৃঢ় বিশ্বাস এবং ধারাবাহিকতার সঙ্গে তিনি মহাবিশ্বের সমস্ত অনিশ্চয়তার মধ্যে ন’মাস কাটিয়েছেন।’

https://x.com/PTI_News/status/1902121144716869640?t=aMnQMNRPYkTyWHo-SDt6iQ&s=19
