দেখুন ভিডিও–
বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী
সুমনা চ্যাটার্জী তার গান পরিবারের সকল সদস্যদের নিয়ে কবি নজরুল ইসলামের খেলিছে জল দেবী গানের ভিডিও রেকর্ডিং করলেন ।
তার মতে কবিগুরু রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম দুজনেই পরম পূজনীয়। তবে কবি নজরুলের গান গাইতে উনি ছোট থেকেই ভালোবাসতেন। তাই তিনি বহু দিন ধরেই ভাবছিলেন কবির গান পরিবারের সকল সদস্যদের নিয়ে এই গানটি রেকর্ডিং করলেন ।
বিখ্যাত শিল্পী তপন সিনহা’র উপস্থাপনায় সুমনা চ্যাটার্জীর সাথে কন্ঠ মিলিয়েছে আদ্রিতা, আর্শিয়া, সৃজিতা, কঙ্কনা , অঙ্কিতা, দির্পনা, বিজয়া,
সাঁঝবাতি ও আরাধ্যা ৷
গানটি রেকর্ডিং হয়েছে গান বাজনা মিউজিক গ্যারেজ স্টুডিওতে।
সুমনা চ্যাটার্জী ও তার গান পরিবারের সদস্যের এই গানটি ৪ জানুয়ারি তার নিজস্ব ইউটুব চ্যানেল, স্পোটিফি, গানা ও জিওসভান এ শোনা যাবে।