দেশের সময় : সৃষ্টি হল আরও এক ইতিহাস। খুলে গেল দেশের সবথেকে দীর্ঘ কেবল ব্রিজ।
ভারতের দীর্ঘতম কেবল ব্রিজের উদ্বোধন হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। রবিবার ‘সুদর্শন সেতু’-এর উদ্বোধন করেছেন তিনি। গুজরাতের ওখা এবং বেইট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করবে এই সেতু। চার লেনের এই কেবল ব্রিজ ২.৩২ কিলোমিটার দীর্ঘ।
কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে, এমন ব্রিজ দেশে আর কোথাও নেই। কেবলের মাধ্যমে ঝুলছে এই সেতু। আর ব্রিজের উপর বসানো রয়েছে সোলার প্যানেল। যা থেকে প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে বলে জানান হয়েছে।
২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে জানা গেছিল, এর নাম ‘সিগনেচার ব্রিজ’ দেওয়া হবে। পরে তা বদলে ‘সুদর্শন ব্রিজ’ করা হয়।
Delighted to inaugurate Sudarshan Setu today – a bridge that connects lands and people. It stands vibrantly as a testament of our commitment to development and progress. pic.twitter.com/G2eZEsa7EY
— Narendra Modi (@narendramodi) February 25, 2024
এই ব্রিজ তৈরি করতে ৯৮০ কোটি টাকা খরচ করা হয়েছে। ব্রিজের মধ্যেই রয়েছে ফুটপাথ এবং তার দুপাশে ভগবত গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি লাগান হয়েছে। বেইট দ্বারকা ওখা বন্দরের কাছে দ্বারকা শহরের থেকে কমপক্ষে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সেতু তৈরি হওয়ার আগে পুণ্যার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হত। এখন সেই সমস্যার সমাধান হল বলে দাবি করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবারই ২৫টি এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস উৎসর্গ করবেন। সেই তালিকায় বাংলার কল্যাণী এইমসও আছে যেটি ২০২১ সাল থেকে চালু রয়েছে। তালিকায় রয়েছে সনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বেরলির নামও। সেখানকার এইমসও অনেক আগেই চালু হয়ে গিয়েছে। তাই তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দাবি করেছে, কল্যাণী এইমসের নতুন ভবন পরিবেশ দফতরের ছাড়পত্র পায়নি। তাহলে কীভাবে উদ্বোধন করছেন মোদী, সেই নিয়ে প্রশ্ন।
রবিবার সেতু উদ্বোধনের পাশাপাশি বক্তব্যও রাখবেন মোদী। তার আগে পুজো দেবেন দ্বারকাধীশ মন্দিরে। এদিনই গুজরাটের প্রথম এইমস হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। রাজকোটে তৈরি হয়েছে সেই হাসপাতাল। এছাড়া অন্ধ্র প্রদেশ, পাঞ্জাব, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে তৈরি হওয়া এইমস-এর উদ্বোধনও ভার্চুয়াল মাধ্যমে করবেন মোদী। পরে এদিন সন্ধ্যায় তিনি যোগ দেবেন মেগা রোড শো-তে।