![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS24052022-683x1024.jpg)
দেশের সময় , গোপালনগর: অবলাদের অত্যাচারের ঘটনা এ রাজ্যে নতুন নয়। পথ কুকুরদের উপর অত্যাচারের একাধিক চাঞ্চল্যকর খবরে প্রায়শই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে নদিয়ার চাকদহে এক সারমেয়কে জীবন্ত কেটে টুকরো টুকরো করে বাড়ির সিলিংয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/arati-eletronics-add-001.jpg)
এবার যেন একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নহাটা নিমতলা রোডের ফুলবাড়ি এলাকায়। রাতে খাবারের সঙ্গে কীটনাশক খাইয়ে একসঙ্গে সাতটি কুকুরকে মেরে ফেলার অভিযোগ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রতিবাদে সরব হন এলাকার বাসিন্দারা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-08.jpg)
দোষীদের গ্রেফতারির দাবিতে চলে অবরোধ। গোপালনগর থানার নহাটা নিমতলা রোডের ফুলবাড়ি এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীদের দাবি, স্থানীয় এক ব্যক্তি শনিবার রাতে দইয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে কুকুরগুলোকে খেতে দিয়েছিল। সকালে স্থানীয়রা দেখতে পান ফুলবাড়ী মোড়ে পর পর সাতটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। বেলা বাড়তে আরও ৭টি কুকুরকে মৃত অবস্থায় পাওয়া যায়৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-09.jpg)
এরপরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারপরই অভিযুক্তের গ্রেফতারির দাবিতে রাস্তা অবরোধ করেন তাঁরা। এ ধরনের অমানবিক কাজ রুখতে দোষীর কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা। এমনকী তাদের অনেকের এও দাবি, অভিযুক্তকে এমন শাস্তি দিক পুলিশ যে ভবিষ্যতে আরও কেউ এ ধরনের কাজ করার আগে যেন দুবার ভাবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-03.jpg)
স্থানীয় সূত্রে জানাগিয়েছে , অসুস্থ কুকুরগুলির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মৃত কুকুরগুলিতে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। শুধুমাত্র ১৪টি কুকুর নয়, আরও বেশ কয়েকটি কুকুর অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা চলছে। এদিকে সকাল থেকে বেশ কিছু সময় অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-10.jpg)
ইতিমধ্যেই অভিযুক্তের নামে লিখিত অভিযোগও দায়ের হয়েছে গোপালনগর থানায়। তবে অনেক সময়েই পথ কুকুরদের উৎপাতে অতিষ্ট হন সাধারণ মানুষ। তাদেরকে অন্যত্র সরানোর ব্যবস্থাও করা হয় অনেক জায়গায়। কিন্তু তাই বলে একেবারে বিষ দিয়ে মেরে ফেলার ঘটনা মেনে নিতে পারছেন না কেউই। কড়া নিন্দা করেছেন পশুপ্রেমীরা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-04.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-06.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/niva-add-new-scaled.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-12.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-11.jpg)