SSC Job DeprivedSSC: গোটা দেশকে পাশে থাকার আহ্বান জানিয়ে এবার দিল্লিতে আমরণ অনশনে বসছেন চাকরিহারারা

0
22

এসএসসির দুর্নীতি  মামলায় সুপ্রিম কোর্টের  রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। অভিযোগ, যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। ফলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। যা নিয়ে শহর তথা গোটা রাজ্য তোলপাড়। এবার নিজেদের সমস্যার কথা জানাতে দিল্লির যন্তরমন্তরের সামনে অনশনে বসার পরিকল্পনা করছেন চাকরিচ্যুতরা । 

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ নামক সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী  ১৬ এপ্রিলের এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই অনুমতি নেওয়া হয়ে গিয়েছে। মঞ্চের অন্যতম আহ্বায়ক মেহবুব মণ্ডল শুধু বেশি ব্যাখ্যায় না গিয়ে শুধু এটুকু জানিয়েছেন, সংগঠনের কয়েকজনকে দিল্লি পাঠিয়ে তাঁদের কথা গোটা দেশকে জানাতে চান। সেখানে আমরণ অনশনে বসতে চলেছেন তাঁরা।

দ্রুত যোগ্যদের তালিকা এবং ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ প্রকাশ করতে হবে, এই দাবিতে বুধবার থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েক জন। তাঁদের মধ্যে থেকেই কেউ কেউ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এসএসসি দফতরের কাছে অনশনে বসেছেন।

একদিকে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ, অন্যদিকে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মিছিল। এই জোড়া কর্মসূচিতে এদিন  রীতিমতো স্তব্ধ হয়ে যায় মধ্য কলকাতা। রাস্তায় রাস্তায় ব্যাপক যানজট। গন্তব্যে পৌঁছতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।

এ দিন সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে জমায়েতের আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে একাধিক বাসে করে বহু মানুষ শহরে এসেছেন। পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভার থেকে শুরু করে ধর্মতলায় ব্যাপক যানজট দেখা যায়।

সাময়িক ভাবে সিআইটি রোড থেকে শুরু করে মৌলালি ক্রসিং দিয়ে যানচলাচল বন্ধও করে দেওয়া হয়েছিল। এর ফলে ভোগান্তি চরমে ওঠে। তবে ২টো ৫৪ মিনিটে কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজ থেকে একটি আপডেট দেওয়া হয়, ডন বসকো আইল্যান্ড থেকে সিআইটি রোড পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হয়েছে। এছাড়াও মৌলালি ক্রসিং দিয়েও যান চলাচল করছে।

এ দিন শিয়ালদহে জমায়েত করেন এসএসসির চাকরিহারারা। তাঁরা এস এস ব্যানার্জি রোড হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে হাঁটতে শুরু করেছেন। এর ফলে শিয়ালদহ থেকে ধর্মতলাগামী রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। এ দিন পথে তুলনায় বেশি সংখ্যক ট্রাফিক সার্জেন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাস্তায় উচ্চ পদমর্যাদার আধিকারিকদের সংখ্যা বেশি। এই জোড়া মিছিলে রীতিমতো নাভিশ্বাস সাধারণ মানুষের। গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে বিস্তর হয়রানির মুখে পড়তে হচ্ছে তাঁদের।

অন্যদিকে, শুক্রবার তাঁদের এসএসসি ভবন অভিযানে যাওয়ার কথা। সেখানে স্কুল পরিদর্শকের দফতরের সামনে অবস্থানে বসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে শিক্ষা দফতরে হওয়া বৈঠকে যাবেন বলেও জানিয়েছেন চাকরিচ্যুতদের একাংশ।

Previous articleWeather update কালবৈশাখীর দাপটে তোলপাড় হবে বাংলা ! পয়লা বৈশাখেও কী দুর্যোগ ? কী জানাচ্ছে হওয়া অফিস
Next articleTahawwur Ranaকুম্ভ মেলাতেও নাশকতার ছক কষেছিলেন মুম্বই হামলার মূল চক্রী রানা! প্রকাশ্যে এলো তথ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here