Srinagar tulip garden:বিশ্ব রেকর্ড বুকে নাম কাশ্মীরের টিউলিপ গার্ডেনের ! দেশের সময়- এর প্রতিনিধি রতন সিনহা-র ক্যামেরায় তোলা ভিডিও দেখুন

0
1107

শ্রীনগরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন এশিয়ার সবচেয়ে বড় পার্ক হিসেবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে (লন্ডন) নাম তুলেছে, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি X-এ সে কথা গত শনিবারই লিখেছেন ৷

রতন সিনহা , শ্রীনগর: “‘গার ফিরদৌস বার-রুয়ে জমিন আস্ত” (পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই)৷ শ্রীনগরের টিউলিপের মনোরম বাগান এশিয়ার বৃহত্তম হিসাবে বিশ্ব রেকর্ডে প্রবেশ করেছে! গত শনিবার ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে’ (লন্ডন) নাম তুলেছে কাশ্মীরের এই ফুলের বাগান। 

১.৫ মিলিয়ন টিউলিপ বাল্ব ৬৮টি স্বতন্ত্র টিউলিপের প্রকারের একটি বিস্ময়কর সংগ্রহ প্রদর্শন করে এই বাগান – এই বছর প্রায় ১ লক্ষ দর্শকদের আকর্ষণ করেছে!” হরদীপ সিং পুরি কবি আমির খুসরোর কবিতা উদ্ধৃত করে টুইট করেছেন। দেখুন ভিডিও

জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত টিউলিপ বাগানটি শ্রীনগরের ডাল লেক এবং জাবারওয়ান পাহাড়ের মাঝখানে অবস্থিত এবং এটি ৩০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত।

টিউলিপের নৈসর্গিক প্রদর্শন ছাড়াও, বাগানটি, যা আগে সিরাজ বাগ নামে পরিচিত ছিল, সেখানে অন্যান্য বসন্তের ফুল যেমন হায়াসিন্থ, ড্যাফোডিল, মুসকারি এবং সাইক্ল্যামেন রয়েছে।

জম্মু ও কাশ্মীর প্রশাসন বার্ষিক একটি টিউলিপ উৎসবের আয়োজন করে যার লক্ষ্য তাদের পর্যটন প্রচেষ্টার উদ্যোগ হিসাবে বাগানে ফুলের বৈচিত্র্য প্রদর্শন করা। এটি প্রতি বছর বসন্ত ঋতুর শুরুতে অনুষ্ঠিত হয়।

এ বছর এক লক্ষ দর্শনার্থী ফুলের এই বাগান পরিদর্শন করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন।

ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, তার অসাধারণ সৌন্দর্যের জন্য পরিচিত ৷ বাগানটি বিভিন্ন জাতের টিউলিপের একটি দুর্দান্ত সংগ্রহের জন্যই বিখ্যাত নয় বরং এটি অসংখ্য ফুলের প্রজাতির জন্য একটি আশ্রয়স্থল হিসাবে কাজ করে । ড্যাফোডিল, হায়াসিন্থস, গোলাপ, রানুনকুলি, মুসকরিয়া, এবং আইরিস ফুলগুলি আইকনিক টিউলিপের পাশাপাশি সৌন্দর্যকে আরও কয়েকগুন বাড়িয়ে দেয়৷ রঙ এবং সুগন্ধের মেলবন্ধন টিউলিপ গার্ডেনটিকে অতুলনীয় করে তুলেছে ।

Previous articleAncient trees on jessore road: যশোর রোডের প্রাচীন গাছ বাঁচাতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি
Next articleDurga Puja 2023 : বাড়ল আরও ১০ ! দুর্গাপুজোর অনুদান ঘোষণা মমতার, সঙ্গে বাড়তি প্রাপ্তি সরকারি বিজ্ঞাপন,বললেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here