Sohini Sarkar-Shovan Ganguly wedding ভরা বর্ষায় শুভ পরিণয় শোভন-সোহিনীর, রইল বিয়ের ছবি

0
152
হীয়া রায় দেশের সময়

গত বছর এমন বর্ষায় তাঁদের প্রেমের শুরু। এ বার এমন বর্ষণমুখরিত দিনেই শুভ পরিণয় শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের।

পরিবার-বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সন্ধে বাওয়ালি ফার্মহাউসে সেজে ওঠে নায়িকা-গায়কের বিয়ের আসর। প্রেমের এক বছরের মাথায় গাঁটছড়া বাঁধলেন তাঁরা। সইসাবুদ করে আইনিভাবে বিয়ের পর পোস্ট করলেন শুভ পরিণয়ের ছবি। 

দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতেই আইনি মতে বিয়ে সারলেন শোভন-সোহিনী। ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান তাঁরা। অবশেষে ১৫ জুলাই চার হাত এক হল টলিপাড়ার চর্চিত এই যুগলের।

সোহিনী বিয়ের ছবি পোস্ট করে লেখেন, “দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।” বিশেষ দিনে সোহিনীর পরনে ছিল বেনারসি। সঙ্গে মানানসই সাবেক সোনার গয়নায় সেজেছিলেন তিনি। অন্য দিকে শোভনের পরনে ছিল সাদা সিল্কের কাজ করা ধুতি ও পাঞ্জাবি।

বিয়েতে সাবেক সাজেই ধরা দেবেন সোহিনী, জানা গিয়েছিল এমনটাই। গয়না শাড়ি রূপটান শিল্পী সব কিছুই ঠিক করাই ছিল আগে থেকে। সেই মতো একেবারে বাঙালি সাজে বিশেষ দিনে সাজলেন সোহিনী। ধুতি-পাঞ্জাবিতে দেখা গেল শোভনকে।

সম্প্রতি মুক্তি পেয়েছে সোহিনীর ছবি ‘অথৈ’।

জনপ্রিয় বাংলা শো ‘সারেগামাপা’ থেকে শোভন গঙ্গোপাধ্যায়ের গানের জগতে পথচলা শুরু। এরপর নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মনে জায়গা করে নেন তিনি। অন্যদিকে, টলিউডের প্রথম সারির অভিনেত্রী সোহিনী সরকার। মঞ্চ, বড়পর্দা থেকে ওয়েব সিরিজ, ইদানীং সর্বত্রই তাঁর অবাধ যাতায়াত। বহুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যায়, সোহিনী ও শোভন নাকি প্রেম করছেন। যদিও প্রকাশ্যে এই বিষয়ে কোনওদিনই মুখ খোলেননি তাঁরা। তবে আজ ১৫ জুলাই সব গুঞ্জনেই পড়ল সিলমোহর। সোহিনী ও শোভনের চার হাত এক হল।

Previous articleRath Yatra2024 রথযাত্রাকে কেন্দ্র করে সাংস্কৃতিক উৎসব 
Next articleTeesta Project তিস্তা প্রকল্প ভারত করুক চাইছেন হাসিনা: স্বস্তি মোদী-মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here