SM Krishna: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ

0
77

নয়া দিল্লি: চিরঘুমের দেশে প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও কর্নাটকের মানুষের কাছে তিনি স্মরণীয়। তাঁর হাত ধরেই বদলে গিয়েছিল কর্নাটক। দক্ষিণের এই রাজ্যকে বিশ্বমঞ্চে পরিচিতি দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ। সোমবার গভীর রাতে বেঙ্গালুরুর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

১৯৩২ সালে মাণ্ড্য জেলার সোনমাহালিতে জন্ম এস এম কৃষ্ণের। কংগ্রেস নেতা হিসেবে দীর্ঘ সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। শেষের দিকে তিনি যোগ দেন বিজেপিতে। মূলত বেঙ্গালুরুকে টেক ক্যাপিটাল বা প্রযুক্তি তালুক তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল এস এম কৃষ্ণের।

তাঁর মৃত্যুর কথা শুনে শোক প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি জানিয়েছেন, কংগ্রেস দলে যোগ দেওয়ার শুরুর দিকে তাঁকে অনেক সাহায্য করেছিলেন এস এম কৃষ্ণ। তিনি লিখেছেন, ‘কর্নাটক চিরকাল তাঁর কাছে ঋণী থাকবে।’

শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি একজন সত্যিকারের নেতা হিসেবে বর্ণনা করেছেন এস এম কৃষ্ণকে।

১৯৬২ সালে নির্দল হিসেবে ভোটে লড়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন এস এম কৃষ্ণ। কংগ্রেস প্রার্থীকে হারিয়ে বিধায়ক হন তিনি। পরে কংগ্রেসেই যোগ দেন।

Previous articleBangladesh Crisisসাম্প্রদায়িক নয়, যা ঘটছে অধিকাংশই রাজনৈতিক বা ব্যক্তিগত, হিন্দু নির্যাতনের অভিযোগ মানলই না ঢাকা, হাসিনা নিয়ে ক্ষোভ উগরে দিল বাংলাদেশ
Next articleWeather Update রাজ্যে কতটা নামবে তাপমাত্রা? কুয়াশা নিয়ে জারি সতর্কতা,শীতে কাঁপছে মুম্বই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here