Sitrang Warning : ঘূর্ণিঝড় সিতরাং নিয়ে বাংলায় কী কী সতর্কতা!কবে-কোথায় আছড়ে পড়বে? কী বলছে হাওয়া অফিস

0
1305

দেশের সময় ওয়েবডেস্কঃ বর্ষাসুরের দাপট ছিল দুর্গাপুজোতে, এবার কালীপুজোতেও ভাসবে রাজ্য। বাংলা ও বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।

বঙ্গোপসাগর উপকূলে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই আগামী ৩-৪দিন ভারী বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ একাধিক রাজ্য। উত্তর আন্দামান সাগরের উপরে ইতিমধ্য়েই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে। সেই ঘূর্ণাবর্তই ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে  এবং তা বঙ্গোপসাগর উপকূল বরাবর অগ্রসর হচ্ছে।

নিম্নচাপের জেরেই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারই ওড়িশা সরকারের তরফে উপকূলবর্তী সাতটি জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

সিতরাং ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা ক্রমেই বাড়ছে। দীপাবলির আগে৷

কতটা তীব্রতায় এই ঘূর্ণিঝড় আসছে, কোথায় আছড়ে পড়বে, এই নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা নেই আবহাওয়া দফতরের তরফে। বৃহস্পতিবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

সঞ্জীববাবু জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনাচ্ছে। সেটি আন্দামান সাগরে পৌঁছে ২৩ তারিখে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পরে সেই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। ২৪ তারিখ সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।

এর পরে ২৫ তারিখ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আসবে সেটি। তবে তখনও তা সমুদ্রেই থাকবে, উপকূল স্পর্শ করবে না। ফলে কখন, কোথায় ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়, তা এখনই বলা যাচ্ছে না।

এদিকে আজ, ২০ তারিখ পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিল বলে জানালেন সঞ্জীববাবু। ফলে ২২ তারিখ অবধি শুকনো আবহাওয়া থাকবে। তবে নিম্নচাপের জেরে ২৩ তারিখ সন্ধে থেকে মেঘলা আবহাওয়া শুরু হতে পারে দক্ষিণবঙ্গে।

আবহাওয়ার পূর্বভাস বলছে, ঘূর্ণিঝড়ের জেরে ২৪ এবং ২৫ তারিখ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি সংলগ্ন জেলায় হাল্কা বৃষ্টি।

এই মুহূর্তে ভয়ের কোনও কারণ না থাকলেও, সতর্কতা জারি হয়েছে মৎস্যজীবীদের জন্য। ২৩ সকাল থেকে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে তাঁদের, যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গেছেন, তাঁদের ফিরতে বলা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি এই নিম্নচাপই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সিত্রাং নাম দেওয়া হয়েছে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির। পূর্বাভাস অনুযায়ী, ওড়িশার উপকূলেই ল্যান্ডফল হতে পারে এই ঘূর্ণিঝড়ের। ওড়িশার গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংপুর, ভদ্রক, কেন্দ্রাপারা ও বালাসোর জেলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। রাজ্যের স্পেশাল রিলিফ কমিশনের তরফেও বিশেষ দল তৈরি রাখা হচ্ছে। সরকারি দফতরগুলিকেও সতর্ক করা হয়েছে।

Previous articleKhardah: রূপান্তরকামী মহিলাকে শ্লীলতাহানির ৪৮ ঘন্টা পরেও অধরা অভিযুক্তরা, খড়দহ থানায় বিক্ষোভ
Next articleMamata Banerjee: উত্তরবঙ্গ থেকে ফিরেই চারটি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর,সৌরভের জন্য মা কালীর কাছে প্রার্থনা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here