Shilpa Shetty: চুম্বনে দোষ ছিল না ! ১৫ বছর পর অশ্লীলতার মামলা থেকে রেহাই পেলেন শিল্পা শেট্টি

0
752

দেশের সময় ওয়েবডেস্ক: ২০০৭ সালে রাজস্থানের একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন শিল্পা এবং হলিউড তারকা রিচার্ড গেয়ার।জনসমক্ষে জড়িয়ে ধরে গভীর চুম্বন! ইচ্ছাকৃত পাবলিসিটি স্টান্ট!

অনুষ্ঠানের মাঝে আচমকাই শিল্পাকে জড়িয়ে ধরে গালে চুমু খান রিচার্ড। এই ঘটনায় সামনে বসে থাকা দর্শকরা যেন হতবাক হয়ে গিয়েছিলেন, তাইই নয়। বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল দেশজুড়ে। অশ্লীলতার মামলা দায়ের করা হয়েছিল তাঁদের বিরুদ্ধে।

১৫ বছর পর সেই মামলায় অবশেষে রেহাই পেলেন শিল্পা। ঘোষণা করা হল, জনসমক্ষে সেই চুম্বনে শিল্পার কোনও দোষ ছিল না।  রাজস্থানের ওই অনুষ্ঠানের পর সেই রাজ্যে এবং গাজিয়াবাদে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছিল শিল্পার বিরুদ্ধে। ২০১৭ সালে শিল্পার আবেদনে সাড়া দিয়ে সেই মামলা মুম্বই আদালতে স্থানান্তরিত করার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট।

অতীতেই শিল্পা জানিয়েছিলেন, সেই চুম্বন ইচ্ছাকৃত ছিল না। ঘটনায় তিনিও হতবাক হয়ে গিয়েছিলেন। যে কারণে সেই মুহূর্তে কোনও মন্তব্য করতে পারেননি। অবশেষে আদালত ঘোষণা করল, শিল্পার বিরুদ্ধে এই অশ্লীলতার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকী চহ্বানের বক্তব্য, এই ঘটনার পরেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন শিল্পা। তাঁর ব্যাখ্যা, পুলিশের দেওয়া তদন্ত রিপোর্ট এবং সমস্ত নথি খতিয়ে দেখার পর তাঁর অভিমত, জনসমক্ষে চুম্বনে শিল্পার কোনও ভূমিকা ছিল না। তার পরেই সমস্ত অভিযোগ থেকে বলিউড অভিনেত্রীকে মুক্তি দেয় আদালত। 

Previous articleকরোনায় ভয়ঙ্কর ক্ষতির মুখে ৬১ কোটির বেশি পড়ুয়া: ইউনিসেফ
Next articleBAGDAH: বাগদা সীমান্তে মৃতদেহ উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here