দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবারই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি এক্স=প্রেম! এই শুক্রবারটা সৃজিতের কাছে ছিল ডবল ধামাকার দিন। একদিকে যখন ছক ভাঙা গল্প এক্স=প্রেম নিয়ে আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই সামনে এসেছে পরিচালকের আগামী হিন্দি ছবি ‘শেরদিল: দ্য পিলভিড সাগা’র ট্রেলার ৷
ট্রেলারে যেমন চমক রয়েছে তেমন চমক রয়েছে সিনেমার কাস্টিংয়ে। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি । সায়নী গুপ্তা, নীরজ কবির মত অভিনেতাদের দেখা যাবে এই ছবিতে। পরিচালক আগেই জানিয়েছিলেন, এই ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা।
গল্পটা গঙ্গারামের। ট্রেলারের শুরুতেই পঙ্কজ ত্রিপাঠি নিজেকে গঙ্গারাম বলে পরিচয় দিচ্ছেন। সেই গঙ্গরামের জীবন ও সংগ্রাম নিয়ে ছবির গল্প গেঁথেছেন সৃজিত। জঙ্গলের পশু ও প্রশাসনিক দুর্নীতির শিকড় কতদূর বিস্তৃত তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক।
ট্রেলার থেকে স্পষ্ট, সরকারি সাহায্যের আশায় নিজের জীবন দিতেও পিছপা হন না গঙ্গারাম। বাঘের আক্রমণে প্রাণ গেলে মেলে সরকারি সাহায্য। অভাবি সংসারে সেই সাহায্যের জন্য নিজের জীবন দিতে পৌছে যান জঙ্গলে। আলাপ হয় চোরা শিকারি জিমের সঙ্গে। বেশ কয়েকটি ঘটনা পাল্টে দেয় জিম ও গঙ্গারামের জীবন। সেই নিয়েই চিত্রনাট্য সাজিয়েছেন সৃজিত।
২০১৭ সাল থেকে এই সিনেমা তৈরি করার স্বপ্ন দেখছেন সৃজিত। এই সিনেমায় অন্যতম পাওনা গুলজারের কলমে গান ও কেকে-র কণ্ঠে গান। সম্প্রতি কেকের মৃত্যুর পর সৃজিত তাঁর ফেসবুকে একটি গান রেকর্ডিংয়ের দৃশ্যের ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে কেকে গান রেকর্ড করছেন আর বাইরে বসে আছেন গুলজার। এই ছবি মুক্তি পাবে আগামী ২৪ জুন। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের।