Sheikh Hasina Speech: পুরনো মেজাজে হাসিনা , জঙ্গি,সুদখোর বলে ধুয়ে দিলেন ইউনূস’কে, ‘আত্মবিশ্বাসী’ হয়ে দিলেন ‘ফেরার’ বার্তা

0
101


সোমবার রাতে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশছাড়ার পর থেকেই ‘আত্মগোপন’ করেছেন তিনি। তবে খবর রেখেছেন নিজের দলীয় কর্মীদের। প্রতিবারের মতো এবারেও হাসিনার ভাষণে ফুটে উঠল ‘আত্মবিশ্বাস’। আলোচনার এক পর্বে তিনি জানালেন, ‘চিন্তা করবেন না। খুব শীঘ্রই ফিরছি আমি।’

বাংলাদেশের  প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ফের তীব্র আক্রমণ শানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধান উপদেষ্টাকে সুদখোর , জঙ্গি , সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি বলে অভিহিত করেছেন আওয়ামী লিগ নেত্রী। দলের সোশ্যাল মিডিয়ার নিয়মিত অনুষ্ঠান ‘দায়মুক্তি’-তে আওয়ামী লিগের নিহত কর্মী-সমর্থকদের পরিবার এবং আহতদের সঙ্গে কথা বলেছেন হাসিনা।

এরপরই তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, ‘আমি দেশটাকে যখন উন্নয়নশীল দেশে তুলে ধরলাম।
তখনই এমন গভীর চক্রান্ত হয়ে গেল। বাংলাদেশকে জঙ্গিদের দেশে পরিণত করা হল। আর দিনশেষে এমন ব্যক্তি ক্ষমতা দখল করল,যার মানুষের প্রতি কোনও দয়া মায়া নেই আর ছিলও না।’


এরপরই ইউনূসের গ্রামীণ ব্যাঙ্কের দিকে নিশানা করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, ‘মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিত।

সেই টাকায় উনি বিদেশে পাঠিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন। আমরা ভাবতাম গরীব মানুষের ভাল করছে। তাই একসময় অনেক সহযোগিতা করেছিলাম। পরে সেই মানুষের টাকা নিয়ে তছরুপ করেছে। ওনার ক্ষমতার লোভেই আজ বাংলাদেশ জ্বলছে।’

দলের নেতা-কর্মীদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ  এবং টেলিগ্রাম গ্রুপগুলিতেও নিয়মিত নীচুতলার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সোমবার বিকালে বাংলাদেশের উত্তরপ্রান্তের জেলা লালমণিরহাটের  কর্মীদের সঙ্গে দীর্ঘসময় কথা হয় তাঁর। দুই প্ল্যাটফর্মেই তীব্র ভাষায় আক্রমণ শানান প্রধান উপদেষ্টাকে।

গত শুক্রবার ব্যাঙ্ককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকে শেখ হাসিনার প্রসঙ্গ উঠেছিল। সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে ভাষণ দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন ইউনুস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম  সাংবাদিক বৈঠকে দাবি করেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নরেন্দ্র নোদী নেতিবাচক প্রতিক্রিয়া দেননি। এছাড়া আলাদা করে ফেসবুকে তিনি লেছেন, হাসিনার প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগত আক্রমণের বিষয়ে নরেন্দ্র মোদী উষ্মা প্রকাশ করেছেন এবং ইউনুসের প্রতি ভারত সরকারের সম্মান অটুট আছে বলে আশ্বাস দিয়েছেন।

প্রেস সচিবের ওই দাবি নসাৎ করে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। তারা জানিয়েছে, হাসিনার প্রত্যপর্ণের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়াকে সেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই জাতীয় কোনও কথা ব্যাঙ্ককের বৈঠকে হয়নি।

সোমবার রাতে দলের অনুষ্ঠানে হাসিনার বক্তব্যেও স্পষ্ট প্রধান উপদেষ্টা সম্পর্কে তাঁর বক্তব্যে ভারত সরকার হস্তক্ষেপ করেনি। নয়াদিল্লি ইতিপূর্বে শুধু জানিয়েছে, হাসিনার বক্তব্য তাঁর ব্যক্তিগত। তার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই। আবার হাসিনা যেভাবে পুরনো মেজাজে ইউনুসকে আক্রমণ শানিয়েছেন, তাতে স্পষ্ট নয়া দিল্লি ভাষণ নিয়ে কোনওরকম হস্তক্ষেপ করেনি। বিদেশ মন্ত্রকের একাংশের মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী যে কথা বলছেন তার সঙ্গে ভারত সরকার দ্বিমত পোষণ করে না। সে দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধিতে ভারতও চিন্তিত। আর মহম্মদ ইউনুসকে আক্রমণ রাজনৈতিক। একজন রাজনীতিবিদ হিসাবে হাসিনা তাঁর কথা বলছেন।

দলের অনুষ্ঠানে হাসিনা বলেন, বাংলাদেশকে শান্তির দেশ বানাতে চেয়েছিলাম। অনেক দূর অগ্রসর হয়েছিলাম। সেই দেশটাকে ইউনুস জঙ্গিদের দেশ বানিয়েছে। জঙ্গি, খুনি, সন্ত্রাসীরাই ইউনুসের শক্তি বলে ভাষণে মন্তব্য করেন হাসিনা।

গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আওয়ামী লিগের নিহত নেতা-কর্মীদের পরিবার এবং আহতদের হাসিনা কথা দেন, ‘আমি আল্লাহ’র নামে প্রতিজ্ঞা করছি, খুনিদের বিচার আমি একদিন করবই। হয়তো সেই কারণেই আল্লাহ আমাকে বারে বারে মৃত্যুর মুখ থেকে রক্ষা করে বাঁচিয়ে রেখেছেন।’ আওয়ামী লিগ নেত্রী বলেন, খুনের মামলা কখনও তামাদি হয় না। কর্মী-সমর্থকদের বলেন, হামলাবাজদের খুঁজে খুঁজে শাস্তি দিতে হবে।

ইউনুসকে আক্রমণ করে হাসিনা বলেন, উনি গ্রামীণ ব্যাঙ্ক এবং গ্রামীণ টেলিফোনের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। কর্মীদের টাকা মেরে দিয়েছে। এজন্য শ্রম আদালতে সে সাজাপ্রাপ্ত আসামি। সেই মামলা অবৈধ সরকার প্রত্যাহার করে নিয়েছে। ফের বিচার করা হবে

উল্লেখ্য, এদিনের এই ১ ঘণ্টা ১১ মিনিটের ভাষণপর্বে নিজের বক্তব্যগুলি রাখার পাশাপাশি শহিদ দলীয় কর্মীদের পরিবার-পরিজনদের আকুতিও শোনেন হাসিনা। আলোচনার এক পর্যায়ে তাদের উদ্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ হয়তো আমায় কোনও মহৎ কাজ করার জন্যই এখনও বাঁচিয়ে রেখেছেন।
আপনারা চিন্তা করবেন না। খুব শীঘ্রই আমি আসছি।’

https://www.facebook.com/share/v/1FfScdbgTr/

Previous articleBjpমুখ্যমন্ত্রী জেলে যাওয়ার ভয় পাচ্ছেন, বনগাঁয় এসে এমনই দাবি করলেন সুকান্ত মজুমদার : দেখুন ভিডিও
Next articleSupreme Court: সুপারনিউমেরারি-মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল রাজ্য ! শূন্যপদ নিয়ে হাইকোর্টের সিবিআই-নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here