দেশের সময় ওয়েবডেস্কঃ এবছরই ২৫ জুন বাংলাদেশে উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মাসেতু।
এবার ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদ্মা সেতু দেখতে যাওয়ার আমন্ত্রণ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নয়াদিল্লিতে এ তথ্য জানান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার হায়দরাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়েছেন কারণ এই পদ্মা সেতুতে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের সব দেশই কম-বেশি উপকৃত হবে।
গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। পরে দুই দেশ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
প্রসঙ্গত, দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর, প্রধানমন্ত্রী মোদী ও হাসিনা এক যৌথ বিবৃতি দেন। শেখ হাসিনা বলেন, “দুই দেশই বেশ কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমি মনে করি যে দুই দেশ বন্ধুত্ব ও সহযোগিতার চেতনায় অনেক অসামান্য সমস্যার সমাধান করেছে এবং আশা করব যে, তিস্তার জল বণ্টন চুক্তিসহ অমীমাংসিত বিষয়গুলির দ্রুত সমাধান হবে। এদিন, মোদীজিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমরা কুশিয়ারা সমস্যার সমাধান করেছি।
আমি জানি যতদিন প্রধানমন্ত্রী মোদী এখানে থাকবেন, বাংলাদেশ ও ভারত এই সমস্ত সমস্যার সমাধান করবে।”