Shehzada: শেহজাদা’র প্রচারে কলকাতায় এসে এ কী বললেন কার্তিক আরিয়ান?

0
501

দেশের সময়, কলকাতা : বাইকে কার্তিকের ধামাকাদার এন্ট্রিবাইক নিয়ে কার্তিকের এন্ট্রি। শেহজাদা ছবির প্রমোশনে বঙ্গে কার্তিক আরিয়ন। কার্তিকের নাচ নজর কাড়ল সকলের। কলকাতার প্রশংসা শোনা গেল কার্তিকের মুখে। ভিড় জমে যায় ভক্তদের।

আগামী শুক্রবার সিনেমা হলে মুক্তি পাবে ‘শেহজাদা’ (Shehzada)। তার আগে আগরপাড়ায় নতুন ছবির প্রচারে এসেছিলেন বলিউডের তরুণ তুর্কি কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। প্রচারমঞ্চে নিজের ‘ক্যারেক্টার’ নিয়ে করে ফেললেন বিশেষ টিপ্পনি। ‘আমার ক্যারেক্টার একটু ঢিলা’, মজার ছলে বলেই ফেললেন তারকা।

২০২০ সালে মুক্তি পায় আল্লু অর্জুন অভিনীত তেলেগু ছবি ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’। তারই হিন্দি রিমেক ‘শেহজাদা’। তেলুগু ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। হিন্দি ছবিতে কার্তিকের বিপরীতে রয়েছেন কৃতী স্যানন। পরিচালক ডেভিড ধাওয়ানের বড় ছেলে রোহিত। সারা দেশেই ছবির প্রচার করছেন রোহিত। সম্প্রতি এসেছিলেন আগরপাড়ার JIS কলেজ ক্যাম্পাসে।

সাদা সোয়েট শার্ট ও ডেনিমের জিনস পরে কলেজে এসেছিলেন কার্তিক। চোখে তাঁর ছিল রোদচশমা। বলিউডের হ্যান্ডসাম হিরোকে দেখতে ভিড় জমিয়েছিলেন পড়ুয়ানা। কার্তিকের জন্য করা হয় স্পেশ্যাল পারফরম্যান্স। স্মারক, উত্তরীয় দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। এর মাঝেই মাইক হাতে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন কার্তিক। প্রথমেই জানতে চান ছবির ট্রেলার কেমন লেগেছে। দর্শকদের উচ্ছ্বাস দেখেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যান তারকা। এর পরই মজার ছলে বলেন, “ছবিতে কিন্তু আমার ক্যারেক্টার ঢিলা!”

উল্লেখ্য, ২০১১ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল সলমন খান (Salman Khan) ও আসিন অভিনীত ‘রেডি’। ছবিতে ‘ক্যারেক্টার ঢিলা’ গানটি গেয়েছিলেন নীরজ শ্রীধর ও অমৃতা কাক। সেই গানই ‘শেহজাদা’য় রিমেক করা হয়েছে। আর এই সূত্র ধরেই কার্তিক বলেছেন ‘আমার ক্যারেক্টার ঢিলা’। আর হাসিমুখে সকলে নিজের সিনেমা দেখার অনুরোধও জানিয়েছেন তারকা।

Previous articleDA Announcement : ‘ভিক্ষে দেওয়া হল…!’ডিএ ঘোষণা হতেই তীব্র ক্ষোভ একাংশ সরকারি কর্মীদের!অন্যদিকে বিধানসভা চত্বরে উড়ল সবুজ আবির
Next articleWeather Update : বসন্ত এসে গেছে! ফাল্গুনের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ, রাজ্যে কি শীতের দিন শেষ? কি জানাচ্ছে হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here