Shantanu Thakur: ‘কত বড় নবাবের বাচ্চা ওরা’ ঠাকুরবাড়ি প্রাঙ্গণে তৃণমূল নেতাদের গাড়ি ঢোকা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন শান্তনু ঠাকুর : দেখুন ভিডিও

0
49
রাহল দেবনাথ ,দেশের সময়

ঠাকুর নগর, উত্তর ২৪ পরগনা : সকাল থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বিজেপি তৃণমূল নেতা-মন্ত্রীরা ঠাকুর বাড়িতে আসতে শুরু করেছেন। বুধবার ঠাকুর বাড়িতে পা রেখেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু , হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকেরা । এবার এই তৃণমূল নেতাদের গাড়ি ঢোকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী শান্তনু ঠাকুর। মন্ত্রী বলেন এত মতুয়া ভক্তদের মধ্যে গাড়ি ঢোকাচ্ছে তৃণমূলে নেতারা। কত বড় নবাবের বাচ্চা ওরা। দেখুন ভিডিও

তৃণমূলের নেতা মন্ত্রীদের যাতায়াতের বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন মহামেলায় যে কেউ আসতে পারেন । কিন্তু ওনারা ১০-১২টা গাড়ি নিয়ে অস্থির পরিস্থিতি তৈরি করছেন। একজন নিজেকে নবাব ভাবছেন । ওদের এত গাড়ি এসে মতুয়া ভক্তদের অসুবিধা করছে ।

মহামেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ডঙ্কা কাশি নিশান নিয়ে ঠাকুরবাড়িতে জড় হতে শুরু করেছেন। মতুয়া মেলা উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । এক হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে । রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র । সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ ।

মমতা ঠাকুর জানান ভক্তদের থাকা খাওয়া পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। এবার প্রায় ৪০ লক্ষ মতুয়া ভক্ত আসবে বলে আমরা মনে করছি।
এবার মেলার আয়োজন নিয়ে প্রথম থেকেই জটিলতা তৈরি হয়েছিল । হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত মেলা করার অনুমতি পান মমতা ঠাকুরেররা । যদিও দুটি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবার যৌথভাবে মেলার আয়োজন করছে । মমতা ঠাকুর বলেন আমাদের সাতজন এবং শান্তনু ঠাকুরদের সাতজনকে নিয়ে ১৪ জনের কমিটি করা হয়েছে । তারাই সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করবেন।

Previous articleViral Video বনগাঁয় ভরা বাজারে মহিলাকে মারধোর! সমাজ মাধ্যমে ভাইরাল দেশের সময়-এর সেই ভিডিও , গ্রেপ্তার যুবক : দেখুন ভিডিও
Next articleMatua Melaমমতাবালার পায়ে সটান মাথা ঠেকিয়ে প্রণাম বিজেপি বিধায়কের, ঠাকুরকে ভাগ করা যায় না বললেন জ্যোতিপ্রিয়: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here