Shahjahan Sheikh শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভবানী ভবনে সিবিআই

0
126

দেশের সময় , ওয়েবডেস্ক: সন্দেশখালি কাণ্ডে ইতিমধ্যেই হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য। ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। তার সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে।

সেই নির্দেশ মেনেই মঙ্গলবার বিকেলে ভবানী ভবনে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। চারটি গাড়িতে করে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীও।

শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রক্রিয়া চালু করেছে সিবিআই। রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে এসেছেন দক্ষিণবঙ্গের এডিজি (অ্যাডি‌শনাল ডিরেক্টর জেনারেল) সু্প্রতিম সরকার।

বিকেল সাড়ে চারটের মধ্যেই শাহজাহানকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যেই ঘটনার মূল অভিযুক্ত সহ তদন্তের কাগজপত্রও হাতে নেবে সিবিআই।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা খারিজ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, ন্যাজাট এবং বনগাঁ থানার মোট তিনটি অভিযোগের তদন্তের ভার সিবিআই-কে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। এর মধ্যে গত ৫ জানুয়ারি ইডির বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছিল ন্যাজাট থানায়।

গত বৃহস্পতিবার মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে। বর্তমানে তাকে সিআইডি হেফাজতে রাখা হয়েছে। এবার আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে তুলে দিতে হচ্ছে সিবিআইয়ের হাতে।

হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল সরকার। সূত্রের খবর, রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে মামলাটি লড়বেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। শীর্ষ আদালতে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি চেয়েছে তারা। পরে জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট ওই আর্জিতে সাড়া দেয়নি।

Previous articleRation Distribution Case রেশন ‘দুর্নীতি’ মামলা: ৭৫০ কোটি টাকা পাচার জ্যোতিপ্রিয়’র , মোটা অংকের কমিশন পান শঙ্কর ,  অতিরিক্ত চার্জশিটে দাবি ইডির
Next articleShahjahan:শাহজাহানের জন্য প্রায় দুঘণ্টা অপেক্ষাই সার ! খালি হাতেই ফিরতে হল সিবিআই-কে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here