Sex Racket: মাস্টারমশাইয়ের বাড়িতে রমরমিয়ে মধুচক্র, অভিযোগ স্থানীয়দের

0
717

দেশের সময় ওয়েবডেস্কঃ বাইরে থেকে ছেলে-মেয়েরা আসে জোড়ায় জোড়ায়। বাড়িটায় ঢোকে। কয়েক ঘণ্টা পর বেরিয়ে যায়। বাইরের এলাকার তরুণ তরুণীদের মতো এলাকার ব্যবসায়ী, অনেক গৃহবধূদের আনাগোনা ওই বাড়িতে। তাঁরাও আসেন, কয়েক ঘণ্টা থাকেন। আবার বেরিয়ে যান।

বাড়িটি কলকাতার লেদার কমপ্লেক্স থানার বনমালীপুরে। তিনতলা পেল্লাই অট্টালিকা। অভিযোগ, বাড়ির মালিক স্কুল শিক্ষক। এলাকায় নাকি তাঁর ব্যপক প্রভাব।

স্থানীয়দের অভিযোগ, সেই প্রভাব খাটিয়েই বাড়িতে মধুচক্র চালাচ্ছেন মাস্টারমশাই।
নিউটাউনের আর্টস একরের পিছনেই এই বাড়ি। তাঁদের অভিযোগ, পুলিশ এখান থেকে মাসোহারা নেয়। আর সেই প্রশ্রয়েই পাড়ার মধ্যে মধুচক্র চালাচ্ছেন মাস্টারমশাই। শাসকদলের নেতাদের যোগের অভিযোগও তুলছেন অনেকে।

পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করলেও কেউ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি স্থানীয়দের। এ ব্যাপারে লেদার কমপ্লেক্স থানার আইসি প্রশান্ত ভৌমিক এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

সম্প্রতি একদিন স্থানীয় বাসিন্দারা লেদার কমপ্লেক্স থানার পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে ওই বাড়িতে তল্লাশির দাবি জানায়। অসংলগ্ন অবস্থায় এক এক গৃহবধূ ও তাঁর পরিচিত এক ব্যক্তিকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ তারপরেও তা বন্ধ হয়নি। শেষমেশ ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয়দের তরফে।

স্থানীয়দের মাস্টারমশাই তাঁর বাড়িকে হোটেল বানিয়ে ফেলেছেন। খোপ খোপ ঘর, তাতে আবার হোটেলের মতো নম্বর দেওয়া। ঘণ্টা হিসেবে ভাড়া দেওয়া হয়। তাঁদের একটাই দাবি, গেরস্থ পাড়ায় এসব বন্ধ হোক। ব্যবস্থা নিক প্রশাসন

Previous articleBooster for All: ১০ এপ্রিল থেকে ১৮ ঊর্ধ্ব সকলকে করোনার বুস্টার ডোজ, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
Next articleSalt Lake: নিখোঁজ পড়ুয়ারা নিরাপদে বাড়ি পৌঁছেছে জানাল শিক্ষা নিকেতন স্কুল, তদন্তে সিআইডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here