Sealdah to Salt Lake Metro : আজ শিয়ালদহ – সল্টলেক প্রথম মেট্রো সকাল ৬:৫৫ মিনিটে যাত্রী নিয়ে ছুটবে ! রইল বিস্তারিত

0
586

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ থেকে জন সাধারণের জন্য খুলে যাবে শিয়ালদহ মেট্রো স্টেশন । শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পৌঁছাতে এখন আর পড়তে হবে না যানজটের ঝামেলায়। মাত্র ২১ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ । গত ১১ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির হাত ধরে উদ্বোধন হয়েছে বহু প্রতীক্ষিত এই মেট্রো স্টেশন।


শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী ও সল্টলেক সেক্টর ফাইভ। শিয়ালদহ থেকে সল্টলেক ৯.৩ কিলোমিটার যেতে পাতালরেলে লাগবে মাত্র ২১ মিনিট। শিয়ালদহ থেকে বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত যাওয়া যাবে ১০ টাকায়। বাকি পথ যেতে গুনতে হবে ২০ টাকা।

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই শাখায় এখন প্রতিদিন ১০০টি ট্রেন চালানো হবে। ব্যস্ত সময়ে মেট্রো মিলবে ১০ মিনিট অন্তরই। আর অন্য সময়ে ১২ মিনিট অন্তর পাওয়া যাবে ট্রেন। সোম থেকে শনি থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। আপাতত রবিবার এই শাখায় চলবে না কোনও ট্রেন। তবে ভবিষ্যতে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে রবিবারও চালানো হবে এই শাখার মেট্রো, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ ১৪ জুলাই শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৫ তে। অন্যদিকে, অপর প্রান্ত সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায়। শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ন’টাতে।

এই পরিষেবা শুরু হলে কমবে অনেক ঝক্কিও। যাত্রীরা সেক্টর ফাইভ, করুণাময়ী বাসস্ট্যান্ড, করুণাময়ী বইমেলা প্রাঙ্গণ-সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় সহজে ও আরামে যেতে পারবেন। ওই এলাকায় তথ্যপ্রযুক্তি-সহ বিভিন্ন দফতর রয়েছে। বহু কর্মীর শিয়ালদহ থেকে সেখানে যাতায়াতে সুবিধা হবে। পড়ুয়াদের সুবিধা হবে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই শিয়ালদহ মেট্রো স্টেশন। থাকছে একাধিক আধুনিক পরিষেবাও।

Previous articleSupermoon : আজ রাতে দেখা মিলবে সবথেকে ‘বড় চাঁদের’! মহাজাগতিক ঘটনার নেপথ্যের কারণ কী? জানুন
Next articleCoal Scam : কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম-সহ ৭ আধিকারিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here