School: স্বাধীনতা দিবস পালিত হয়নি ক্ষোভে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা: দেখুন ভিডিও

0
518

অর্পিতা বনিক, বনগাঁ : ৭৭ তম স্বাধীনতা দিবস পালিত হয়নি বিদ্যালয়ে ৷ স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা, বন্ধ রাখা হল স্কুলের পরীক্ষাও ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের কালুপুর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ জিয়ালা গ্রামে ৷

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ১৫ অগষ্ট স্বাধীনতা দিবস পালন করা হয়নি জিয়ালা এফ পি বিদ্যালয়ে ৷ তার প্রতিবাদে বুধবার তালা ঝুলিয়ে বিদ্যালয়ের সামনেই বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ ১৫ অগষ্ট এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও বিদ্যালয়ের কোন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে আসেনি, ফলে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন হয়নি এই বিদ্যালয়ে, ফলে উদযাপন হয়নি স্বাধীনতা দিবস। এই ঘটনার পরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। দেখুন ভিডিও

বুধবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল। বিদ্যালয়ের এক সহ-শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করতেই তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীয় গ্রামবাসীরা। বিদ্যালয় তালাবন্ধ থাকায় বিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি ওই শিক্ষিকা তার জেরে ব্যহত হয় পরীক্ষা।

স্থানীয়দের আরো অভিযোগ এই বিদ্যালয়ে সঠিকভাবে পঠন-পাঠন হয় না। শিক্ষক-শিক্ষিকা সঠিক সময় মত স্কুলে আসে না, ছাত্র-ছাত্রীদের দিয়ে বিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম করানো হয়। গ্রামবাসীদের দাবি কেন বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হল না তার সঠিক কারণ জানাতে হবে স্কুল কর্তৃপক্ষকে ৷

Previous articleIndependence Day 2023 : স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর, বর্ণাঢ্য শোভাযাত্রা ও রং-বেরঙের ট্যাবলোয় নজরকাড়া অনুষ্ঠান দিল্লি থেকে বাংলায় : দেখুন ছবি ও ভিডিও
Next articleNorth 24 Pargana News: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি হলেন বিধায়ক নারায়ণ গোস্বামী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here