Saurabh Bhardwaj : রাত সাড়ে ন’টা পর্যন্ত মিটিংয়ের জন্য বসে থাকলেন মন্ত্রী, সময় হল না মুখ্য সচিবের

0
433

দেশের সময়: সিভিল সার্ভিসেস বোর্ডের বৈঠকের জন্য মঙ্গলবার রাত সাড়ে ন’টা পর্যন্ত অপেক্ষা করলেন দিল্লির পরিষেবা বিষয়ক মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। কিন্তু সেই মিটিংয়ের জন্য সময় হল না মুখ্যসচিব নরেশ কুমারের। ফলে রেগেমেগে রাত দশটা নাগাদ অফিস ছাড়েন মন্ত্রী। এনিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিনি রিপোর্ট করতে চলেছেন বলে খবর।

দিল্লিতে আমলাদের নিয়ন্ত্রণ ও তাঁদের পোস্টিং নিয়ে কেন্দ্রের সঙ্গে কেজরিওয়াল সরকারের ঠান্ডা লড়াই চলছিল। অবশেষে তা নিয়ে দিল্লির সরকারের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর সিভিল সার্ভিসেস বোর্ডের প্রথম মিটিং ডাকা হয়েছিল মঙ্গলবার। কিন্তু শেষপর্যন্ত মুখ্যসচিব সারাদিন ব্যস্ত থাকায় তা ভেস্তে যাওয়ায় যারপর নাই ক্ষুব্ধ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।

আপ সরকারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, মন্ত্রী সহ ওই বোর্ডের আরও দুই সদস্য মঙ্গলবার রাত সাড়ে ন’টা পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু তখনও সময় করে উঠতে পারেননি মুখ্যসচিব। ফলে মন্ত্রী রেগেমেগে বাড়ি চলে যান।

Previous articleSourav Ganguly:নিরাপত্তা বাড়ল সৌরভের, এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন দাদা
Next articleCrime news :তৃতীয় স্ত্রী পছন্দ করে না, সাত বছরের ছেলেকে গলা টিপে খুন করল বাবা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here