Satvai Kalitala Mandir:দেবীর নির্দেশ মতোই শ্মশানের পাশে ইছামতীর পাড়ে বটগাছের তলায় বনগাঁর সাতভাই কালীতলার মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠিত হয় ! দেখুন ভিডিও

0
596

অর্পিতা বনিক ও অঙ্কিতা বনিক বনগাঁ: শান্ত স্নিন্ধ ইছামতী নদী, সবুজ গাছগাছালির সম্ভার আর এই নদীর তীরেই উত্তর ২৪ পরগনার বনগাঁর সাতভাই কালীতলা মন্দির প্রায় তিনশো বছর পেরিয়ে আজও সমান সমাদৃত ও জাগ্রত মন্দির বলেই পরিচিত ৷

কথিত আছে, এই মন্দিরে অধিষ্ঠিত মা কালীর কাছে মানত করলে নাকি মনোবাসনা পূর্ণ হবেই৷ ইতিহাস বলছে, রাজবাড়িতে ডাকাতি করে কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিংকর, কালীপ্রসন্ন-সহ মোট সাত ভাই ইছামতী নদী পেরিয়ে ফিরছিল এপার বাংলায়৷ সেই সময় নাকি মা কালীর দেখা পায় তারা৷ দেখুন ভিডিও

দেবীর নির্দেশ মতোই শ্মশানের পাশে ইছামতীর পাড়ে বটগাছের তলায় কালী মূর্তি প্রতিষ্ঠা করে৷ সেও ছিল এক পৌষ মাসের রাত৷ সেই অনুযায়ী আজও প্রতি বছর পৌষ মাসের শনি ও মঙ্গলবার সাতভাই কালীতলায় জাঁকজমক করে পুজো হয়৷ ইতিহাসের স্মৃতি আঁকড়ে মায়ের মন্দিরে বংশ পরম্পরায় পূজার্চনা করে আসছেন পুরোহিতরা৷

দূরদূরান্তের বহু মানুষ ভিড় জমান সাতভাই কালীতলায়৷ ইছামতী নদী পেরিয়ে নৌকা করেই মায়ের কাছে আসেন বহু ভক্ত৷ বট গাছে লাল-নীল সুতোয় ঢেলা বেঁধে মানত করেন ভক্তেরা৷ মনোবাসনা পূর্ণ হলেই পুজো দিয়ে ওই গিঁট খুলে দিয়ে যান তাঁরা৷ প্রতি বছর পৌষ মাসে ভক্ত সমাগমকে কেন্দ্র করে একেবারে উৎসব শুরু হয় মন্দির লাগোয়া এলাকায় , বসে মেলাও৷

Previous articleAbhishek Banerjee: নিয়োগ দুর্নীতিতে অভিষেককে তলব ইডি-র,রাজনৈতিক উদ্দেশ্য বলছে তৃণমূল
Next articleDhanteras: রাতপোহালেই ধনতেরস,সৌভাগ্য ফেরাতে কখন কিনবেন সোনা-রূপার গয়না?কোথায় কিনবেন ভাবছেন? তাঁর খোঁজ পেতে দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here