Sarodiya Durga Puja 2024 অষ্টধাতুর দুর্গা মূর্তি গড়ে তাক লাগালেন হাবড়ার শিল্পী

0
207
দীপ্তমা নন্দী দেশের সময়

কখনও হিরে, কখনও সোনা দিয়ে প্রতিমা গড়েছেন তিনি। এবার লোহা, তামা, ব্রোঞ্জের সঙ্গে সোনা-রুপোর ব্যবহার করে  প্রায় দেড়শ কুইন্টাল ওজনের অষ্টধাতুর দুর্গা বানিয়ে তাক লাগলেন উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার।

শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরী প্রতিমা ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাবের পুজোয় এবার দেখা যাবে । 
এর আগে কোটি কোটি টাকা মূল্যের প্রতিমা তৈরি করেছেন ইন্দ্রজিৎ। কখনও হিরে, কখনও সোনা দিয়ে প্রতিমা গড়েছেন তিনি। এবার লোহা, তামা, ব্রোঞ্জর সঙ্গে সোনা-রুপোর ব্যবহার করেছেন।  

দুমাসেরও বেশি সময় ধরে চলছে প্রতিমা গড়ার কাজ। কয়েকজন কর্মী শিল্পীকে সহযোগিতার করছেন। বাড়িতে ব্যবহৃত ধাতব জিনিস ও যানবাহনের ফেলে দেওয়া পার্স দিয়ে প্রতিমা গড়ছেন তাঁরা। 

শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার জানান, “এবার ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের পুজোর থিম প্রকৃতি এবং জল। তাই পরিবেশবান্ধব জিনিস দিয়ে প্রতিমা তৈরি ভাবনা মাথায় এসেছিল। এর আগে সোনা, হিরে, মুক্ত, পাথর ব্যবহার করে প্রতিমা গড়ে ফেলেছি। এবার তাই অষ্টধাতু প্রতিমা তৈরির করার চেষ্টা করছি। “

ইন্দ্রজিতের কথায়, তামা দিয়ে তৈরি হয়েছে প্রতিমার মুখ ও হাত। শরীরের বাকি অংশ গড়তে গাড়ি ও বাড়ির ফেলে দেওয়া জিনিস ব্যবহার করা হয়েছে। এছাড়া লক্ষ্মী, সরস্বতী গড়ে উঠছে পিতল ও দস্তা দিয়ে। গণেশ ও কার্তিক তৈরি হচ্ছে রুপো এবং ব্রোঞ্জ দিয়ে। 

Previous articleDance Drama দুর্গাপুজোর আগে রবীন্দ্রসদনে ‘আমি দুর্গা’ নৃত্যনাট্য
Next articleKolkata Durga Pujaলজ্জা’য় মুখ ঢাকলেন মা দুর্গা! ভাইরাল এই পুজোর থিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here