দেশের সময় ওয়েবডেস্কঃ দাউদাউ আগুনে জ্বলছে রাজস্থানের সারিস্কা ব্যাঘ্রপ্রকল্প (Sariska fire)। বিধ্বংসী আগুনের গ্রাস জ্বলছে গোটা এলাকা। অরণ্য, বাঘ, পশুপাখি, স্থানীয় বাসিন্দা– সকলেই চরম বিপদের মুখে। আগুন নেভাতে আসরে নেমেছে ভারতীয় বায়ুসেনা। একাধিক সেনা কপ্টার থেকে আকাশপথে জল ফেলে চলছে আগুন নেভানোর কাজ। ব্যবহার করা হচ্ছে বাম্বি বাকেট পদ্ধতি ৷
বড় একটি প্লাস্টিকের মধ্যে জল ভরে তা কপ্টারে ঝুলিয়ে সেটি থেকে জ্বলন্ত এলাকায় জল ফেলা হয় আগুন নেভানোর জন্য।
দু’দিন আগেই আগুন লেগে যায় সারিস্কায় । ঠিক কী থেকে আগুন লেগেছে তা এখনও বোঝা না গেলেও একে দাবানল বলেই মনে করছেন অনেকে। লেলিহান শিখায় ছাই হয়ে যাচ্ছে বনপ্রান্তর। প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন অগ্নিনির্বাপকরা।
রাজস্থানের আলওয়ার জেলার ডিএফও সুদর্শন শর্মা বলেছেন, “ভয়ঙ্কর আগুনের কথা জানার পরে আমরা স্থানীয়দের সাহায্য নিয়ে প্রাথমিক আগুন নেভানোর কাজে হাত লাগাই। কিন্তু প্রায় ৯ স্কোয়ারকিলোমিটার এলাকাজুড়ে আগুন জ্বলছে, তাই এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। উপত্যকা যাতে আগুনের গ্রাসে না চলে যায়, সেই চেষ্টাই চালানো হচ্ছে।”
#WATCH | At the behest of Alwar Dist admin to help control spread of fire over large areas of Sariska Tiger Reserve, IAF has deployed two Mi 17 V5 helicopters to undertake Bambi Bucket operations. Fire Fighting Operations are underway since early morning today: IAF
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 29, 2022
(Source: IAF) pic.twitter.com/GMerxcH4FE
বায়ুসেনার দুটি এমআই সেভেনটিন ভি ফাইভ হেলিকপ্টার জল ঢেলে আগুন নেভানোর কাজ করে চলেছে। বাম্পি বাকেট পদ্ধতিতে এই আগুন নেভানোর একটি ভিডিও-ও পোস্ট করা হয়েছে বায়ুসেনার তরফে।