Sariska fire: রাজস্থানের ব্যাঘ্র প্রকল্পে ভয়াবহ আগুনে জল ঢালছে বায়ুসেনার কপ্টার! রইল ভিডিও

0
494

দেশের সময় ওয়েবডেস্কঃ দাউদাউ আগুনে জ্বলছে রাজস্থানের সারিস্কা ব্যাঘ্রপ্রকল্প (Sariska fire)। বিধ্বংসী আগুনের গ্রাস জ্বলছে গোটা এলাকা। অরণ্য, বাঘ, পশুপাখি, স্থানীয় বাসিন্দা– সকলেই চরম বিপদের মুখে। আগুন নেভাতে আসরে নেমেছে ভারতীয় বায়ুসেনা। একাধিক সেনা কপ্টার থেকে আকাশপথে জল ফেলে চলছে আগুন নেভানোর কাজ। ব্যবহার করা হচ্ছে বাম্বি বাকেট পদ্ধতি ৷

বড় একটি প্লাস্টিকের মধ্যে জল ভরে তা কপ্টারে ঝুলিয়ে সেটি থেকে জ্বলন্ত এলাকায় জল ফেলা হয় আগুন নেভানোর জন্য।

দু’দিন আগেই আগুন লেগে যায় সারিস্কায় । ঠিক কী থেকে আগুন লেগেছে তা এখনও বোঝা না গেলেও একে দাবানল বলেই মনে করছেন অনেকে। লেলিহান শিখায় ছাই হয়ে যাচ্ছে বনপ্রান্তর। প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন অগ্নিনির্বাপকরা।

রাজস্থানের আলওয়ার জেলার ডিএফও সুদর্শন শর্মা বলেছেন, “ভয়ঙ্কর আগুনের কথা জানার পরে আমরা স্থানীয়দের সাহায্য নিয়ে প্রাথমিক আগুন নেভানোর কাজে হাত লাগাই। কিন্তু প্রায় ৯ স্কোয়ারকিলোমিটার এলাকাজুড়ে আগুন জ্বলছে, তাই এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। উপত্যকা যাতে আগুনের গ্রাসে না চলে যায়, সেই চেষ্টাই চালানো হচ্ছে।”


বায়ুসেনার দুটি এমআই সেভেনটিন ভি ফাইভ হেলিকপ্টার জল ঢেলে আগুন নেভানোর কাজ করে চলেছে। বাম্পি বাকেট পদ্ধতিতে এই আগুন নেভানোর একটি ভিডিও-ও পোস্ট করা হয়েছে বায়ুসেনার তরফে।

Previous articleA R Rahman: বঙ্গবন্ধুকে নিয়ে নতুন গান লিখলেন রহমান, গাইবেন বাংলাদেশে
Next articlePM Narendra Modi: সিএএ প্রসঙ্গ এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী! মতুয়া মঞ্চে রাজনৈতিক হিংসা নিয়ে বার্তা নরেন্দ্র মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here