দেশের সময়,বনগাঁ: বিশেষ চমক নিয়ে, নতুন ভাবে সবটা সাজিয়ে গানের ডালি সাজিয়ে আবারও এসেছে বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা। গত ২ জুন অর্থাৎ রবিবার থেকে শুরু হয়েছে এই শো। এদিনই গ্র্যান্ড ওপেনিং ছিল। ইতিমধ্যেই অডিশন পর্ব, গ্র্যান্ড অডিশন পর্ব মিটে গিয়েছে। তারপরই এক এক করে চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হচ্ছে বিভিন্ন প্রতিযোগীদের পারফরমেন্সের ঝলক।
এদিন জি বাংলার তরফে সারেগামাপার নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখানে দেখা যায় বনগাঁর মেয়ে সৃজিতা গান গাইছেন।
রাজারহাটের স্টুডিয়োতে চলছে শ্যুটিং। জি বাংলায় সারেগামাপা -তে এবারের সিজনের গ্র্যান্ড ওপেনিং এ সঞ্চালক হিসেবে দেখা গেল আবির চট্টোপাধ্যায়কে। পরিচালকের চেয়ারে এবারও বসছেন অভিজিৎ সেন। তবে এবার শোয়ের ফরম্যাটে কিছুটা বদল আনা হয়েছে। এই সিজনে মোট আটজন বিচারক থাকছে। যার মধ্যে রয়েছেন জাভেদ আলি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শান্তনু মৈত্র, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়,কৌশিকি চক্রবর্তী, অন্তরা মৈত্র, ইমন চক্রবর্তীর মতো সঙ্গীতশিল্পীরা।
জানা গেছে ,এবার মোট ৮ জন বিচারক থাকবেন, তাঁরা দুজন মিলে জুটি বেঁধে মোট ৪টি দল বানাবেন।
এই মঞ্চেই গান গেয়ে ইতিমধ্যেই বিচারকদের চোখে পড়েছেন বনগাঁর মেয়ে সৃজিতা হালদার । সংগীত শিল্পী কৌশিকি চক্রবর্তীর সঙ্গে গান গাইতেও দেখা যায় তাঁকে ।
গ্র্যান্ড ওপেনিং এর শ্যুটিং পর্ব শেষ করে কয়েক দিনের জন্য বনগাঁর পূর্ব পাড়ার বাড়িতে ফিরে দেশের সময় -এর প্রতিনিধি অর্পিতা বনিক ‘কে একান্ত সাক্ষাৎকারে সৃজিতা জানাল তাঁর স্বপ্নের কথা ।
বনগাঁর কুমোদিনী উচ্চবালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সৃজিতার কথায় সে তাঁর বাবা – মায়ের স্বপ্নপূরণ করতে সারেগামাপা -এর মঞ্চে গানের সাধনায় মগ্ন থাকতে চান । দেখুন সৃজিতার একান্ত সাক্ষাৎকার ~