অর্পিতা বনিক,বনগাঁ: দুর্ঘটনামুক্ত হোক বনগাঁ শহর, এদিনের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর এমনই বার্তা বারবার প্রচার করতে শোনা যায় পুলিশ ও প্রশাসন সহ স্থানীয় নেতাদের মুখে ৷ চলল মাইক প্রচারও৷
সতর্কবার্তা সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না বিপদ। দুরন্ত গতির বলি হওয়া নিয়ে সচেতনতা বাড়াতে আবারও উদ্যোগ পুলিশের। এবার বনগাঁ জেলা পুলিশের উদ্যোগে ‘ রোড শো ‘ -এর আয়োজন করে সরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিকে ছড়িয়ে দেওয়া হল। পথ দুর্ঘটনা থেকে বাঁচতে গতিতে নিয়ন্ত্রণ রাখ, আর বার্তা দেওয়া হল সাধারণ মানুষকে।
বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার পথ নিরাপত্তা কর্মসূচি পালন করা হয় ৷ সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে বনগাঁ জেলা পুলিশ স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে পথ নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষ গাড়ি চালকদের সচেতনতার বার্তা দেন৷
এদিন ত্রিকোণ পার্কে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থি ছিলেন , বনগাঁ জেলা পুলিশ সুপার জয়ীতা বসু, বনগাঁ থানার আইসি সূর্য শঙ্কর মন্ডল, বনগাঁ ট্র্যাফিক ইনস্পেক্টর –সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এবং বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ প্রমুখ৷
কারণ হিসাবে পুলিশের পক্ষ থেকে জানা যায়, হেলমেট বিহীনদের বারবার চালান কেটে ফাইল নিলেও লাভ হয়নি। তাই এই ধরনের উদ্যোগ। এছাড়াও বিভিন্ন যানবাহনে রেডিয়াম স্টিকার সেভ ড্রাইভ সেফ লাইফ এর স্টিকার লাগানো হয়।
বনগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে জানা যায় বনগাঁয় নতুন গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে। বিশেষ করে মটর বাইকের। ফলে রাস্তায় যানবাহনের সংখ্যা বাড়ছে। আর তাতেই দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা কমাতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।