দেশের সময় ওয়েবডেস্ক কয়লাপাচার মামলার তদন্ত সূত্রে বৃহস্পতিবার ইডি তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে । এদিন দু’বছরের ছেলে আয়াংশকে কোলে নিয়ে সকাল ১১টা ১০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন রুজিরা।
জেরা শেষ করে সেখান থেকে বেরিয়ে যান বিকেল সওয়া পাঁচটা নাগাদ। সব মিলিয়ে এই দফায় তাঁকে প্রায় ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সিটি।
ইডি সূত্রে খবর, রুজিরাকে ফের ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। এদিন রুজিরার সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও ৷
কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। অভিষেক দু’বার হাজিরাও দিয়েছিলেন ইডি দফতরে গিয়ে। কিন্তু রুজিরা যাননি। তিনি জানিয়েছিলেন, তাঁর দু’বছরের পুত্র সন্তানকে কলকাতায় রেখে দিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয় ৷
তদন্তকারী অফিসাররা যদি কলকাতায় ডাকেন তাহলেই তাঁর হাজিরার মুখোমুখি হতে কোনও অসুবিধা নেই। কিন্তু গোড়ায় এ ব্যাপারে নাছোড়বান্দা ছিল ইডি। তারা পষ্টাপষ্টি বলেছিল দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হবে।
এ নিয়ে দিল্লি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক এবং রুজিরা। শীর্ষ আদালতে আর্জি জানিয়ে তাঁরা বলেছিলেন, কলকাতার মামলায় দিল্লিতে তলব কেন? এ তো রাজনৈতিক হেনস্থা ছাড়া আর কিছুই নয়। অভিষেক-রুজিরারা বলেছিলেন, কলকাতাতে ইডি-র অনেক অফিস রয়েছে। সেখানে দশ বার ডাকলে দশ বার তাঁরা যেতে পারেন কিন্তু দিল্লিতে তলব কেন?
অভিষেকদের ওই আর্জিতে সুপ্রিম কোর্ট জানায়, ইডি-কে জেরা করতে হলে কলকাতাতেই করতে হবে। অভিষেক ও রুজিরাকেও তদন্তকারীদের সবরকম সহযোগিতা করতে হবে। সেই পর্বের পর এই প্রথম কলকাতায় সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। তারপর চলে টানা ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদ।