Road Accident: পাথরবোঝাই লরিতে ধাক্কা শববাহী গাড়ির, নদিয়ায় মৃত বাগদার ১৮ জন

0
1603

দেশের সময় ,নদিয়া: মর্মান্তিক পথ দুর্ঘটনা নদিয়ায়। সৎকার করতে যাওয়া শ্মশানযাত্রীদের ম্যাটাডোর পিছন থেকে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই লরিতে। যার জেরে এখনও অবধি ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েক জন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশসূত্রে জানাগিয়েছে , মৃতদেহ সৎকার করতে নিয়ে যাওয়ার পথে ট্রাক উল্টে মর্মান্তিকভাবে মৃত্যু হল ১৮ জনের। শববাহী লরিতে প্রায় ৩৫-৪০ জন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এরমধ্যে একই পরিবার–পরিজন মিলিয়ে ১৩ জন রয়েছেন। মৃত এবং আহতরা সবাই উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমাদন এলাকার বাসিন্দা। রবিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটেছে নদিয়া জেলার হাঁসখালি থানা এলাকায়। এই ঘটনায় পারমাদন গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, পারমাদন উত্তরপাড়া এলাকার বাসিন্দা গোপাল মুহুরীর স্ত্রী শিবানী মুহুরী (‌৭০)‌ বয়সজনিত কারণে মারা যান। তাঁর মৃতদেহ সৎকার করার জন্য শনিবার রাত সাড়ে ১২ টা নাগাদ বাগদা থেকে একটি মিনি ট্রাকে পরিবার এবং পরিজন মিলিয়ে ২৭ জন নদিয়ার নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় আসার পর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকে ওই ট্রাকটি ধাক্কা মারে। পাশাপাশি আরও একটি চলন্ত ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা মারে। এরপর ট্রাকটি উল্টে যায়। আর তাতেই মারা যান ১৮ জন। 

আহত এক যাত্রী বলেছেন, ‘‘রাস্তা খারাপ ছিল। কুয়াশাও ছিল। তার মধ্যেই জোরে গাড়ি চলছিল। নবদ্বীপের কাছে এসে পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে আমাদের গাড়ি।’’ ঘটনার তদন্ত শুরু করেচে হাঁসখালি থানার পুলিশ। জানা গেছে, মৃতদের মধ্যে ৭ জন মহিলা এবং ১ জন শিশু রয়েছে। ট্রাকের চালকও মারা গেছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের উদ্যোগে আহত এবং নিহতদের কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আহতদের মধ্যে আপাতত ১ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। শিবানী মুহুরীর পরিবারের যে কজন ওই ট্রাকে ছিলেন তাঁদের প্রত্যেকেই মারা গেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।  

মৃতদের মধ্যে ৭ জন মহিলা এবং ১ জন শিশু রয়েছে। ট্রাকের চালকও মারা গেছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের উদ্যোগে আহত এবং নিহতদের কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আহতদের মধ্যে আপাতত ১ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। শিবানী মুহুরীর পরিবারের যে কজন ওই ট্রাকে ছিলেন তাঁদের প্রত্যেকেই মারা গেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।  

Previous articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার
Next articleনদিয়ার দুর্ঘটনার খবর পেয়ে শোকে আকুল বাগদা, মর্মাহত মমতা ,মোদী বাড়িয়ে দিলেন সাহায্যের হাত , শোকপ্রকাশ রাজ্যপালের, ‘অত্যন্ত দুঃখজনক’, টুইট শাহের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here