দেশের সময় ওয়েবডেস্কঃ মাদক মামলায় রেহাই মিলছে না অভিনেত্রী রিয়া চক্রবর্তীর।তাঁর বিরুদ্ধে মাদক সংক্রান্ত কাজে যোগ থাকার অভিযোগ এনে নতুন মামলা দায়ের করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বুধবার রিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে মাদক মামলায় তাঁকে অভিযুক্ত করল এনসিবি। তাদের দাবি, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নেশার দুনিয়ায় ঠেলে দেওয়ার পিছনে রিয়াই দায়ী! রিয়া চক্রবর্তী ছাড়াও চার্জশিটে নাম রয়েছে আরও ৩৪ জনের৷ ২০২০ সালে রহস্যজনক মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের৷
এই মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীরও নাম রয়েছে। চার্জশিটে রিয়াকে ১০ নম্বর অভিযুক্ত বলে উল্লেখ করেছেন তদন্তকারীরা। রিয়ার বিরুদ্ধে গাঁজা কেনাবেচার অভিযোগ এনেছেন তদন্তকারীরা।
এনসিবি সূত্রে খবর, সুশান্তকে একাধিকবার গাঁজা সরবরাহ করেছেন রিয়া। অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত ছিলেন অভিনেত্রী। মুম্বইয়ের অভিজাত মহল এবং তারকাদের মাদক সরবরাহকারী চক্রের মধ্যে তিনিও ছিলেন। স্যামুয়েল মিরান্ডা, শৌভিক চক্রবর্তী এবং দীপেশ সওয়ন্তের হাত থেকে গাঁজার ডেলিভারিও নিতেন। মাদক সরবরাহের জন্য লক্ষাধিক টাকা আদানপ্রদানের অভিযোগও রয়েছে রিয়ার বিরুদ্ধে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পুজো সামগ্রীর নামে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই মাদক কিনতেন সিদ্ধার্থ৷ চার্জশিটে নাম রয়েছে অর্জুন রামপালের বান্ধবীর ভাই অ্যাজিসিলাওস ডেমেত্রিয়েডস-এর৷ অভিযোগ এক নাইজেরীয়র থেকে কোকেন কিনেছিলেন তিনি৷ এই চার্জশিট আদালতে জমা দেবে এনসিবি৷ তার পরে তদন্তকারী সংস্থা এবং অভিযুক্তদের বক্তব্য শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত৷
অভিযোগ প্রমাণিত হলে এবং মাদক মামলায় দোষী সাব্যস্ত হলে রিয়া চক্রবর্তীর ১০ বছরের বেশি জেল হতে পারে বলেই জানাচ্ছেন তদন্তকারীরা।