৭ মাস অতিক্রান্ত। এখনও আরজি করের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর সুবিচার মিলল না, এই অভিযোগে বিচারের দাবিতে আগামী ৯ মার্চ ফের রাজপথে মিছিলের ডাক দিল জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা।
আগামী ৯ মার্চ বিকেল ৪টেয় একটি মিছিল ধর্মতলা থেকে, অপর আর একটি মিছিল হাজরা মোড় থেকে রানুছায়া মঞ্চে পৌঁছবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে অভয়া মঞ্চ ও জয়েন্ট প্লাটফর্ম অব ওয়েস্টবেঙ্গলের চিকিৎসকরা। একইভাবে জেলায় জেলায়ও হবে বিক্ষোভ মিছিল। এদিন এক ভিডিও বার্তায় একথা জানান চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ঠযে দুর্নীতি, হুমকি চক্র, অগণতান্ত্রিক অপরাধপ্রবণ পরিস্থিতি আমাদের মেয়ের হত্যার জন্য দায়ী , তা নিমুর্ল করার পরিবর্তে প্রশাসনের প্রত্যক্ষ মদতে তা এখনও পুষ্ট হচ্ছে ভয়ের রাজনীতিতে। পচে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা, সন্দেহজনক জাল ওষুধের কবলে পড়ে লাগাতার বলি হচ্ছেন সাধারণ মানুষ।”
উৎপলবাবুর অভিযোগ, প্রশাসন শুধু নির্বিকার তাই নয়, তারা সত্যকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। উল্টে প্রতিশোধ নেওয়া হচ্ছে। ১ মার্চ যাদবপুরে আন্দোলনকারীদের ওপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালানোর ঘটনা তারই প্রমাণ। শুধু তাই নয় আরজি কর পরবর্তী সময়েও একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলায়। এর প্রতিবাদেই আমরা ফের রাস্তায় নামছি।
অতীতের মতো এবারেও সমাজের সর্বস্তরের মানুষকে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে।
বস্তুত, আরজি করের খুন ধর্ষণ মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। তবে নির্যাতিতার পরিবার ও চিকিৎসকদের একাংশের অভিযোগ, সঞ্জয় একা নন, ওই দিনের ঘটনায় আরও অনেকে যুক্ত ছিলেন। তাদের আড়াল করা হয়েছে। এ নিয়ে আদালতের নির্দেশে পৃথক তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই মধ্যে বিচারের দাবিতে ফের পথে নামতে চলেছেন চিকিৎসকরা।