দেশের সময় ওয়েবডেস্কঃ আরজি কর হাসপাতালের পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় নয়া মোড়! এবার ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের কথোপকথনের কল রেকর্ড এল তদন্তকারীদের হাতে। পাশাপাশি দুজনের ফোন থেকে উদ্ধার একাধিক ভিডিও।
কেন্দ্রীয় তদন্তকারীরা জানিয়েছেন, এই কল রেকর্ড ঘটনা ধামাচাপা দিতে আগেভাগেই মুছে দেওয়া হয়েছিল। তবে জোর করে ফোন থেকে মুছে যাওয়া কথাবার্তার তথ্য হাতে আসতেই তদন্ত অন্যদিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুধু কল রেকর্ডই নয় ঘটনার দিন এবং তার পরের দিনেরও সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তদন্তকারীদের। তা থেকেই পরিষ্কার দু’জনে মুখে যতই অস্বীকার করুন না কেন, একে অপরকে ভাল মতো চিনতেন। নিজেদের মধ্যে কথা বলেই কল রেকর্ড ফোন থেকে মোছার পাশাপাশি একাধিক প্রমাণ লোপাট করেছেন। গত ৯ অগস্ট দু’জনের মধ্যে ফোনে বিস্তর আলোচনা হয়েছে বলে কল রেকর্ড দেখে জানতে পেরেছে সিবিআই।
সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, অভিজিৎ মণ্ডলের ফোনে অটো কল রেকর্ডিং মোড অন থাকায় সমস্ত কল রেকর্ডিং হয়। আরজি কর হাসপাতালে ঘটনার দিন ফোন করে টালা থানার প্রাক্তন ওসিকে বারবার নানা নির্দেশ দিয়েছিলেন সন্দীপ। পরে সে সব কথা মুছে ফেলা হয়। এরপর ফরেনসিক পরীক্ষা করতেই পুরো বিষয় সামনে আসে।
কল রেকর্ডিং ছাড়াও ধৃত দু’জনের ফোন থেকে ঘটনাস্থলের ভিডিও রেকর্ডিংও মিলেছে বলে অভিযোগ। সন্দীপ ও অভিজিতের আইনজীবী শিয়ালদহ আদালতে জোর করে আটকে রাখার অভিযোগ বারবার তুললেও এবার তাঁদের দুজনের জন্যই বড় বিপদ অপেক্ষা করছে বলেই মনে করা হচ্ছে।
এদিকে আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় শনিবার তিন মাস পূর্তি হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার একগুচ্ছ কর্মসূচি নিয়েছে জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়েছে, ‘বিচারহীন ৯০ দিন’ শিরোনামে কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল হবে। এছাড়াও ‘দ্রোহের গ্যালারি’, রক্তদান শিবিরের আয়োজন করেছেন আন্দোলনকারীরা।