RG Kar  Update:বিজেপির ধরনা ঘিরে তুলকালান শ্যামবাজারে,প্রিজন ভ্যানে তোলা হল নেতাদের, আন্দলোনের ঢেউ আছড়ে পড়েছে বনগাঁতেও

0
204

 

সৌরভ কুমার ঘোষ, দেশের সময়

কলকাতা : আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল বাংলা। রাজ্য জুড়ে আন্দোলন-প্রতিবাদ। শুক্রবার সকাল থেকে দফায় দফায় শুরু হয়েছে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। সেই কর্মসূচিতেই বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে বিশেষ বাহিনী। কাঁদানে গ্যাস নিয়ে হাজির হয়েছে পুলিশ।

আন্দোলনের মাঝেই ১৪ আগস্ট রাতে হামলা চলে আরজি করে। ভাঙচুর চলে হাসপাতালের একাধিক জায়গায়। ঘটনার প্রতিবাদে শুক্রবার ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পথ অবরোধের পরিকল্পনা গেরুয়া শিবিরের। এদিন শ্যামবাজারে ধর্নায় বসার কথা ছিল গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীদের। ইতিমধ্যে সুকান্ত মজুমদার হাজির না হলেও, বেশ কিছু নেতা-নেত্রী উপস্থিতও হয়েছিলেন ধর্নাস্থলে।

অভিযোগ ২ ঘন্টার প্রতিকী অবস্থানে বসার আগেই, খুলে দেওয়া হয় গেরুয়ায় শিবিরের ধর্না মঞ্চ। ঘটনাস্থলে হাজির বিপুল সংখক পুলিশ। উপস্থিত রয়েছে প্রিজন ভ্যানও। গেরুয়া শিবিরের নেতা কর্মীদের মতে, বাধার মুখে পড়লেও, অবস্থান জারি থাকবে তাঁদের। বেশ কয়েকজন আন্দোলনকারী বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে।বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। আটক করা হয় রুদ্রনীল ঘোষকেও।শ্যামবাজারের পাশাপাশি, নাগেরবাজারেও আন্দোলন-প্রতিবাদ কর্মসূচি রয়েছে বিজেপির।

বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আরজি করে প্ল্যান করে হামলা চালানো হয়েছিল। সেখানে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। আর প্রতিবাদ করতে যেতেই পুলিশ ধরপাকড় শুরু করেছে।’

অগ্নিমিত্রা পলও প্রশ্ন তুলেছেন, ‘বুধবার রাতে আরজি করে হামলার ঘটনায় পুলিশের কোনও ভূমিকা দেখা যায়নি, অথচ বিজেপির ধরনায় কেন এত তৎপর পুলিশ?’ তিনি আরও বলেন, “প্রভাবশালীর আত্মীয় আরজি করের ঘটনায় যুক্ত। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। মুখ্যমন্ত্রী বা পুলিশ প্রশাসন কারও ওপর আমাদের ভরসা নেই।”

অন্যদিকে, উত্তর ২৪পরগনার বনগাঁর বাটা মোড়ে যশোররোড অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে। তার জেরে ব্যপক যানজটের সৃষ্টি হয়েছে বনগাঁ শহর জুড়ে ।

শুক্রবার সকালে কলকাতা পুলিশ সমাজমাধ্যমে জানিয়েছে, হাসপাতাল ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে ১৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কয়েকজনের ছবি সমাজমাধ্যমে দিয়ে তাদের খোঁজ চাওয়া হয়েছে।

আরজি করে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় শুরু থেকেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের ফাঁসির দাবিতে আজ পথে নামছেন তিনি। ১৪ তারিখেই তিনি জানিয়েছিলেন, আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে শুক্রবার অর্থাৎ ১৬ আগস্ট বিকেল ৩টায় মৌলালির মোড় থেকে মিছিল করবেন তিনি। ১৭ আগস্ট, রাজ্য জুড়ে সব ব্লক, ওয়ার্ডে দু’ ঘন্টা মিছিল আন্দোলন হবে রাম-বামের চক্রান্তের বিরুদ্ধে। ১৮ তারিখেও ধর্না হবে ব্লকে ব্লকে। ২০ তারিখে ফের পথে নামবে রাজ্যের শাসক দল।

 

 

Previous articleSUCI Strike : বনধে বিক্ষিপ্ত অশান্তি জেলায় জেলায়, কলকাতায় যান চলাচল স্বাভাবিক 
Next articleKolkata doctor’s rape-murderসন্দীপ ঘোষকে রাস্তা থেকে নিয়ে যাওয়া হল সিজিও কমপ্লেক্সে, সেখানেই জিজ্ঞাসাবাদ করছে সিবিআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here