RG Kar student rape-murder case ষষ্ঠীতে সিজিও অভিযানে ডাক্তাররা

0
65

দেশের সময় , কলকাতা : ২০ সেপ্টেম্বরের পর ৯ অক্টোবর। ফের সিবিআইয়ের দফতর ঘেরাও অভিযানে ডাক্তাররা। আগের বার সিজিও অভিযানের নেতৃত্বে ছিলেন জুনিয়র ডাক্তাররা। তাৎপর্যপূর্ণভাবে, এবারে নেতৃত্বে সিনিয়ররা।

চিকিৎসক ও নার্সদের তিনটি সংগঠনের তরফে ষষ্ঠীর দুপুরে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, ‘৯ অগস্ট থেকে ৯ অক্টোবর। দু’মাস অতিক্রান্ত। অথচ এটা কি তদন্তের নমুনা? 

গত সোমবার আরজি কর কাণ্ডে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়া সেই চার্জশিট নিয়েই প্রশ্ন তুলেছেন সিনিয়র চিকিৎসকরা।

তাঁদের কথায়, “সিবিআইয়ের চার্জশিট হতাশাজনক, হাস্যকর। ৫৫ দিন তদন্ত করার পর সিবিআই বলছে,  ধর্ষণ-খুনের ঘটনা ঘটিয়েছে সঞ্জয় রাই একা! অথচ ময়নাতদন্তের রিপোর্টে একাধিকজনের উপস্থিতির ইঙ্গিত দিয়েছিল।” তাঁদের প্রশ্ন, “তাহলে কি সিবিআই কোনও কিছু আড়াল করতে চাইছে?”

এরই প্রতিবাদে এদিনের অভিযানের ডাক বলে জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে শহরের আমজনতাকেও এই মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। চিকিৎসকদের কথায়, “পাঁচদিনের পুজো, বিচারের দাবিতে না হয় এক ঘণ্টা দিলেন!”

এদিকে বিচারের দাবিতে বুধবার ষষ্ঠী থেকে একগুচ্ছ নতুন কর্মসূচি নিয়েছে আন্দোলনকারীরা। জানানো হয়েছে, বুধবার সকালে আরজি কর মেডিক্যালে নির্যাতিতার স্মরণে রক্তদান শিবির হবে। এরপর দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে চিকিৎসকদের ১০ দফা দাবি লেখা লিফলেট বিলি করা হবে। আন্দোলনকারীদের সঙ্গে থাকবে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তিও। উত্তর থেকে দক্ষিণ কলকাতার মণ্ডপে মণ্ডপে ঘুরবেন তাঁরা।

Previous articleDurgapuja 2024: আকাশ ছুঁয়েছেন মা দুর্গা, শহরের অদূরে শহিদ কলোনীর এই পুজোয় সবচেয়ে বড় চমক
Next articleDurgapuja2024 বনগাঁর নাওভাঙা নদীর তীরে দেবদারুর জঙ্গলে ৪৫০ বছরের প্রাচীন শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঐতিহ্যপূর্ণ দুর্গা পুজো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here