কলকাতা :নবান্নের বৈঠকে মিলল না সমাধান সূত্র। জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। তবে, সেগুলি ‘মৌখিক আশ্বাস’ বলে দাবি করেন ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের পর যেভাবে দুই তরফের সম্মতিক্রমে কার্যবিবরণী পাওয়া গিয়েছিল, নবান্নের বৈঠকে তা মেলেনি বলে দাবি। আপাতত, অবস্থান বিক্ষোভ ও ধর্না চালিয়ে যাবেন ডাক্তাররা। দেখুন ভিডিও
জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি বলেন, ‘বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব। আমাদের শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। তিনি (মুখ্যসচিব) আমাদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে বৃহস্পতিবার পাঠাতে বলেছেন। আমরা কাজে ফিরতে চাই। কিন্তু কিছু বিষয়ে সমাধান সূত্র বেরোয়নি। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’ ডাক্তাররা জানান, আগামীকাল খসড়া ডাক্তারদের তরফে পাঠানো হবে। খুব শীঘ্রই সরকারের তরফে সেই দাবি মেনে লিখিত প্রতিশ্রুতির বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে আশা রাখছেন তাঁরা।
জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, সব হাসপাতালে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গঠন করতে হবে। কলেজ লেভেল টাস্ক ফোর্স গঠন করতে হবে। মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। প্রতি মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যাপ্ত পুলিশ মোতায়ন, মহিলা পুলিশ নিয়োগ করতে হবে।
আন্দোলনকারীরা দাবি জানান, হাসপাতালে দালাল রাজ বন্ধ করতে হবে। হাসপাতালে ঢুকে একটা ডিসপ্লে বোর্ড রাখতে হবে, যেখানে দেখা যাবে কোথায় ক’টা শয্যা খালি আছে। শয্যা নিয়ে যাতে সমস্যা দূর হয়। উল্লেখ্য, আগে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ব্যবস্থা ছিল। এছাড়াও ডাক্তারদের পৃথক বিশ্রামাগার, মহিলা কর্মীদের শৌচালয়, মহিলা নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করতে হবে। ওয়ার্ডগুলিতে নিরাপত্তারক্ষী রাখতে হবে, যাতে বহিরাগতের প্রবেশ না ঘটে। এই সব কয়টি দাবি সরকারের তরফে মেনে নেওয়া হয়েছে বলে সূত্রে খবর।
সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পাঁচ দফা দাবি নিয়ে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। এর মধ্যে দুটি দাবি নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে দাবি করেন তাঁরা। এদিন সকালে তাঁরা টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করতে চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল পাঠিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই তার জবাব আসে। মুখ্যসচিব নবান্নের সভাঘরে টাস্ক ফোর্সের বৈঠকের ব্যবস্থা করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় জুনিয়র ডাক্তারদের ৩০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করার ঘোষণা করা হয়। তবে, বৈঠক ফলপ্রসূ হয়নি বুধবার।
দীর্ঘ বৈঠকের পরেও মিলল না সমাধান সূত্র। প্রায় পাঁচ ঘণ্টা পর নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিকেত মাহাতো বলেন, “আন্দোলনের ৪০ দিনের মাথায় এসে স্বাস্থ্য সচিবের অপসারণ ও বাকি দুই দাবিতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক ছিল আমাদের।
হাসপাতালগুলিতে নিরাপত্তা, থ্রেট কালচার, ছাত্র সংসদ নির্বাচন, কলেজে কলেজে টাস্ক ফোর্স এই সব দাবি নিয়ে আলোচনা হয়েছে। কার্যবিবরণী নিয়ে মুখ্যসচিবের সঙ্গে কিছু জায়গায় সহমত তৈরি হয়নি। বৈঠকের ‘মিনিটস’ দেননি মুখ্যসচিব, শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন। তিনি আমাদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে বৃহস্পতিবার ইমেল মারফত পাঠাতে বলেছেন। আমরা কাজে ফিরতে চাই। কিন্তু কিছু বিষয়ে সমাধানসূত্র বেরোয়নি। যত ক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।”