RG Kar News: বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! ‘উই ওয়ান্ট জাস্টিস’,আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে  চিত্রশিল্পী আলোকচিত্রী, সঙ্গীতশিল্পীরা: দেখুন ভিডিও

0
366
অর্পিতা বনিক, দেশের সময়

কলকাতা: আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। একে একে প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষের পাশাপাশি শিল্প দুনিয়ার মানুষজনও।

১৪ অগাস্ট মধ্যরাতে মহিলাদের রাত দখলের লড়াইয়ে যেমন সাধারণ মানুষের সঙ্গে দিকে দিকে পা মিলিয়েছিলেন একাধিক তারকা, তেমনই এবার প্রায় প্রত্যেকদিনই আন্দোলনের ডাক দিচ্ছেন শিল্পীদের নানা অংশ। কখনও চলচ্চিত্র পরিবার, কখনও নাট্য ব্যক্তিত্বরা তো কখনও চিত্র শিল্পীরা আবার কখনও সঙ্গীত জগতের  মানুষেরা। দেখুন ভিডিও

একই সঙ্গে বিশ্ব আলোকচিএ দিবসে আন্দোলনের তেজ আরও এক কদম জোরদার করতে যোগ দিলেন বহু আলোক চিত্রীরাও ।

দিন যত এগোচ্ছে, আন্দোলনের ঝাঁঝ তত বাড়ছে। আর প্রত্যেক আন্দোলনের মূল সুর একটাই, ‘উই ওয়ান্ট জাস্টিস’  অর্থাৎ ‘বিচার চাই’।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে শামিল আলোকচিত্রী ও চিত্রশিল্পীরা। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে শিল্পীদের অভিনব প্রতিবাদ। সমীর আইচ , মহিনী বিশ্বাসের মতো তারকা শিল্পীদের দেখা গেল রং তুলি হাতে, শিল্পের মাধ্যমে প্রতিবাদের ভাষা জোরালো করতে, দেখা গেল ‘বডি পেইন্টিং’ হতেও। আবার রাস্তায় একটাই স্লোগান দিতে শোনা গেল  ‘উই ওয়ান্ট জাস্টিস’। বারবার শোনা গেল ‘উই নিড ফুল ট্রুথ’ স্লোগানও।

এদিন অ্যাকাডেমি চত্বর গমগম করতে থাকে বিচারের দাবিতে। চিত্রশিল্পীদের পাশাপাশি আওয়াজ তোলেন সঙ্গীতশিল্পী, চিত্রগ্রাহকরাও। ছবি এঁকে, মোমবাতি জ্বালিয়ে, গানে গানে চলে প্রতিবাদ।

অভিনেতা-গায়ক সাহেব এদিন বলেন, ‘সম্পূর্ণ সত্যটা আমাদের জানতে হবে। কোনও অর্ধ সত্য নয়, আমরা সম্পূর্ণ সত্যটা জানতে চাই। মানুষ জানতে চায় কী হয়েছে। যতক্ষণ না সেটা জানা যাচ্ছে, আমাদের আন্দোলন চলবে।’ রাজ্যের একাধিক জায়গা থেকে একাধিক শিল্পী এদিন হাজির হন অ্যাকাডেমি চত্বরে।

সোমবার গোলপার্ক এলাকায় প্রতিবাদ মিছিল নিয়ে পথে নামেন সঙ্গীতশিল্পীরা। কালো পোশাকে মিছিলে দেখা যায় উজ্জ্বয়িনী, প্রস্মিতা পাল, অনুপম রায়, সায়নী পালিত প্রমুখকে। ছিলেন শিলাজিৎ, অনীক ধর, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জয় সরকার, রূপম ইসলাম প্রমুখের মতো তারকা শিল্পীরা। একইসঙ্গে পা মিলিয়েছেন সঙ্গীত দুনিয়ার সঙ্গে জড়িত অন্যান্য একাধিক মানুষ যেমন সাউন্ড রেকর্ড আর্টিস্ট, মিউজিশিয়ান প্রমুখরা।

Previous articleRG Kar Doctor Death সিবিআইকে দেওয়া ডেডলাইন শেষে এবার কোন পথে হাঁটবেন মুখ্যমন্ত্রী
Next articleKolkata Doctor Rape and Murderএই নিয়ে টানা পাঁচ বার CBI – এর জেরার মুখে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ! এবার হাত বাড়াল পুলিশ, তবে কি গ্রেফতারির আশঙ্কা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here