RG Kar Hospital Incident তুলির টানে ‘তিলোত্তমার’ অপরাধীদের শাস্তির দাবি শিল্পীদের: দেখুন ভিডিও

0
512
অর্পিতা বনিক, দেশের সময়

RG Kar Hospital Incident দেখুন ভিডিও

খুনের সাজা ফাঁসি। চরম পরিণতির কথা জেনেও অপরাধপ্রবণ মন খুন করে। কিন্তু অপরাধ করা কি অতই সোজা? হত্যার সময় হাত কাঁপে না খুনির? কথিত আছে, ক্রিশ্চিন চ্যাপেলে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা দ্য লাস্ট সাপার ছবিতে যিশু ও জুডাসকে আঁকা হয়েছিল একই ব্যক্তিকে দেখে।
শোনা যায় নিষ্পাপ বালক, যাকে দেখে যিশুর ছবি আঁকা হয়েছিল, কালক্রমে জঘন্যতম অপরাধী হয়ে ওঠা সেই ব্যক্তিকেই যুডাসের মডেল করেছিলেন দ্য ভিঞ্চি। কেন অপরাধী হয়ে উঠেছিল সেই বালক? সে প্রশ্নে না গিয়ে কলকাতার আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের দোষীদের কঠোর শাস্তির দাবিতে
 ১৭ অগস্ট শনিবার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে ছবি এঁকে প্রতিবাদ জানালেন বহু শিল্পী | তাঁদের তুলির টানে স্পষ্ট হল ‘তিলোত্তমা’ -র নির্যাতন ও যন্ত্রণার প্রেক্ষাপট | শিল্পীরা এদিন  একটাই দাবি করেন ‘তিলোত্তমা’ -র অপরাধীদের চরম শাস্তি চাই দ্রুত।
Previous articleSecurity: মহিলা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘রাতের সাথী’, নয়া অ্যাপ আনল নবান্ন
Next articleEx-RG Kar Principal Sandip Ghosh প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর সিবিআই দফতর থেকে বেরোলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ! কী কী প্রশ্নে বিদ্ধ তিনি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here