RG Kar Doctor Deathআরজি কর কাণ্ডের ধৃতকে বেকসুর খালাসের আর্জি! আজ জাজমেন্টের দিন ঘোষণা?

0
19

দেশের সময় ওয়েবডেস্কঃ আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার বিচারপর্ব চলছে শিয়ালদহ আদালতে। বুধবার সেই মামলার শুনানিতেই ধৃত সঞ্জয় রায়কে বেকসুর খালাস করার আর্জি জানিয়েছেন তার আইনজীবী। সঞ্জয় প্রথম থেকে একাধিকবার দাবি করেছে যে তাকে ফাঁসানো হয়েছে। সেই দাবির স্বপক্ষেই একাধিক যুক্তি দিয়েছেন তার আইনজীবী।

জামিন নয়, একেবারে বেকসুর খালাস করা হোক সঞ্জয় রায়কে, এটাই মূল আর্জি। সঞ্জয়ের আইনজীবীর বক্তব্য, তরুণী চিকিৎসকের দেহে ধস্তাধস্তির কোনও চিহ্ন পাওয়া যায়নি। আর সিবিআই যে প্রমাণ দিচ্ছে, তা পর্যাপ্ত নয়। তাঁর মক্কেলকে একটি ‘সাজানো ঘটনায়’ ফাঁসানো হচ্ছে বলেই দাবি তাঁর। এই কারণে সঞ্জয় রায়কে যাতে মুক্তি দেওয়া হয়, সেই আবেদন আদালতে করেছেন আইনজীবী সৌরভ বন্দ্যোপাধ্যায়।

পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। পরে তদন্তভার হাতে নিয়ে আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই-ও। যদিও এই তদন্তে খুশি নন নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, ঘটনায় আরও কেউ জড়িত আছে, তবে তাদের আড়াল করা হচ্ছে। সিবিআই-এর তদন্তে খামতি রয়েছে বলে কার্যত অভিযোগ তাঁদের। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা, সুপ্রিম কোর্টেও যাওয়ার কথা ভাবছেন।

এই পরিস্থিতির মধ্যে সঞ্জয় রায়ের আইনজীবী যে যে যুক্তি দিচ্ছেন তা বিচারপর্বের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বলে মনে করছেন অনেকেই। তাঁর স্পষ্ট কথা, ধৃত যদি ঘটনায় জড়িত থাকত তাহলে নির্যাতিতার শরীরে ধস্তাধস্তির চিহ্ন থাকা উচিত। জামা ছিঁড়ে যাওয়া উচিত। কিন্তু এমন কোনও প্রমাণ মেলেনি। পাশাপাশি অভিযুক্তর আঙুলের ছাপও পাওয়া যায়নি। এই পরিপ্রেক্ষিতেই তাঁর দাবি, সঞ্জয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তাকে ফাঁসানো হচ্ছে। 

সিবিআই ইতিমধ্যে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের আবেদন করেছে। অনেকে মনে করছেন, চলতি মাসেই এই মামলার রায়দান হতে পারে। তবে বুধবার সঞ্জয়ের আইনজীবীর বক্তব্যে আদালত কতটা আলোকপাত করবে সেটাই দেখার। কারণ এর আগে সঞ্জয় সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলে প্রায় একই দাবি করেছিল। সরাসরি নিশানা করেছিল পুলিশকেও। যদিও প্রাথমিক তদন্তে হাসপাতালের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছিল। তার হেডফোন পাওয়া গেছিল ঘটনাস্থল থেকেও। কিন্তু এইটুকু বিষয় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে না বলেই দাবি তার আইনজীবীর। 

আরজি কর হাসপাতালের চিকিৎসক–ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের তরফে ‘ডিফেন্স আর্গুমেন্ট’ বুধবার সম্পূর্ণ শেষ হল শিয়ালদহ আদালতে।

আজ, বৃহস্পতিবার সঞ্জয়ের ‘আর্গুমেন্টের’ পাল্টা সিবিআইয়ের আইনজীবী সওয়াল করবেন। নির্যাতিতার আইনজীবীর তরফেও বৃহস্পতিবার সওয়াল করা হবে। সব তরফের সওয়াল–জবাব শেষ হলে এ দিনই সাজা ঘোষণার দিন ঘোষণা করা হতে পারে। বুধবার শিয়ালদহের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ (ফার্স্ট এডিজে) অনিবার্ণ দাসের এজলাসে ইন–ক্যামেরা রুদ্ধদ্বার শুনানি হয়েছে।

আদালত সূত্রের খবর, এদিন বিচারক নাকি প্রশ্ন করেন, কোনটা সত্য? অভিযুক্তকে নির্দোষ হিসেবে যে যুক্তি দেওয়া হচ্ছে, তার প্রমাণ কোথায়?

আজ, বৃহস্পতিবার সিবিআইয়ের সওয়ালে সেই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। নির্যাতিতার আইনজীবী হিসেবে এ দিন ছিলেন অমর্ত্য দে, সিবিআইয়ের আইনজীবী ছিলেন পার্থসারথি মুখোপাধ্যায়। এ দিন সঞ্জয়কে আদালতে নিয়ে আসা হয়। নির্যাতিতার মা–বাবা উপস্থিত ছিলেন এজলাসে। তাঁদের আইনজীবী তরফে অমর্ত্য জানান, মা–বাবা চান প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়। যদিও এজলাসে তাঁরা কিছু বলেন নি।

প্রসঙ্গত উল্লেখ্য,গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে চিকিৎসক–ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয় সঞ্জয়। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নেয়। গত অক্টোবরে চার্জশিট দেয় সিবিআই। এরপর চার্জ গঠন হয়। শুরু হয় ট্রায়াল। খুব দ্রুত এই মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা হবে বলে মনে করছেন আইনজীবীরা।

Previous articleMalda News মালদহে ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার : দেখুন ভিডিও
Next articleWeather Update পৌষ সংক্রান্তির আগে বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here