কলকাতা : ফের একবার রাত দখলের ডাক রিমঝিমদের। আরজি কর কাণ্ডে পথে নেমেছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ। নিহত চিকিৎসক তরুণীর ন্যায়বিচারের দাবিতে রাত দখল কর্মসূচি চলছে কলকাতা তথা গোটা রাজ্য জুড়ে। যা প্রথম শুরু হয়েছিল গত ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের প্রাক্কালে।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে রিমঝিম ফের একবার রাত দখলের ডাক দিলেন। আগামী ৮ সেপ্টেম্বর রাতে সকলে পথে নামবেন আবার। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। এই কর্মসূচির কথা বলতে গিয়ে রিমঝিম সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির উল্লেখ করেছেন। তিনি জানান, গুপী গাইন যেমন রাজার ঘুম ভাঙিয়েছিলেন, সে ভাবেই শাসকদের ঘুম ভাঙাতে হবে। গানের দল, নাচের দল, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রিমঝিম ও তাঁর সঙ্গীরা।
তবে রিমঝিম বলেছেন, ‘শুধু একদিনের রাত দখলেই পরিস্থিতি বদল হবে না। মেয়ে হোক, ছেলে হোক বা প্রান্তিক লিঙ্গ পরিচয়ের মানুষ, সজাগ থাকুন, রাতে-দিনে-দুপুরে। ক্যাম্পাসে, পরিবারের মধ্যে বা পাড়ায় ঘটে চলা নিগ্রহ-নির্যাতনের বিরুদ্ধে ১৪ অগস্ট রাতের মতোই আওয়াজ তুলুন।’ কারণ রিমঝিম চান, পুরুষতন্ত্র আর ক্ষমতার উপরে মনুষ্যত্বের নিশান ওড়াতে।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। ‘উই ওয়াস্ট জাস্টিস’, দাবি তুলে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেবরা। প্রায় প্রতিদিনই কলকাতার রাজপথে নামছেন আন্দোলনকারীরা।
শুরুটা করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রিমঝিম সিনহা। গত ১৪ অগস্ট রাতে তিনি শহরের মহিলাদের রাস্তায় নেমে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন। হু হু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর সেই আহ্বান। দলীয় পতাকার ঊর্ধ্বে উঠে সেই রাতের দখল নিয়েছিল সমাজের সর্বস্তরের মহিলারা। মিছিয়ে পা মিলিয়েছিল ৮ থেকে ৮০ সকলেই। সঙ্গ দিয়েছিলেন পুরুষরাও।