দেশের সময়: বাড়ছে না গাড়ি বাড়ির ইএমআই| অপরিবর্তিত থাকল রিজার্ভ ব্যাংকের রেপো রেট| চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও অপরিবর্তিত থাকছে রিজার্ভ ব্যাংকের রেপো রেট। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পরোক্ষে দেশের বিভিন্ন ব্যাংকের ঋণগ্রহীতারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। গাড়ি বাড়ির ইএমআই এ তাঁদের বাড়তি টাকা দিতে হবে না|
আরবিআই মুদ্রানীতি জুন ২০২৩ : ঋণ এবং ইএমআই-এর ক্রমবর্ধমান বোঝা থেকে মুক্তি মেলায় কিছুটা হলেও স্বস্তি গ্রাহকদের| RBI-এর মুদ্রানীতি কমিটির বৈঠক, যা ৬ থেকে ৮ জুন পর্যন্ত চলে, সেখানেই আপাতত রেপো হারে কোনও পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে রেপো রেট ৬•৫ শতাংশে থাকবে।
আরবিআই গভর্নরের নেতৃত্বে মুদ্রানীতি কমিটির সামনে দু’টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত, দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং দ্বিতীয়ত, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলা করা।
উচ্চ খুচরো মুদ্রাস্ফীতি এবং উন্নত দেশগুলির কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি বিশেষ করে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে RBI-এর মনিটারি কমিটির এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
RBI গভর্নর আজ রেপো রেট, রিভার্স রেপো রেট এবং অন্যান্য সম্পর্কিত সিদ্ধান্তের বিষয়ে মুদ্রা কমিটির সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এছাড়া বর্তমান দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন গভর্নর। যদিও আজকের ঘোষণার আগে অনেক অর্থনীতিবিদ মনে করেছিলেন, এবারও রেপো রেটে কোনও পরিবর্তন হবে না।
আরবিআই গভর্নর তাঁর ভাষণে বলেছেন, মুদ্রানীতি কমিটি রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
FY24-এর জন্য খুচরা মূল্যস্ফীতি 5.2 শতাংশ থেকে কমিয়ে 5.1 শতাংশ করা হয়েছে।
MPC মুদ্রাস্ফীতির প্রত্যাশাকে দৃঢ়ভাবে ধরে রাখতে অবিলম্বে এবং যথাযথ নীতিগত পদক্ষেপ গ্রহণ করা চালিয়ে যাবে।