Ratan Tata:‌ কাজের স্বীকৃতি, ‘‌সেবা রত্ন’‌ সম্মান পেলেন রতন টাটা

0
599

দেশের সময় ওয়েবডেস্কঃ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) শাখা সংগঠন ‘সেবা ভারতী’ বিশেষ সম্মানে ভূষিত করল টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে।

জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ রতন টাটাকে ‘সেবা রত্ন’ পুরস্কার প্রদান করল আরএসএস শাখা সংগঠন ‘সেবা ভারতী’ ৷

যদিও শুক্রবার এই পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন না রতন টাটা। সম্প্রতি ‘পিএম কেয়ার্স ফান্ড’–এর অন্যতম ট্রাস্টি বা অছি সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে শিল্পপতি রতন টাটাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে বৈঠকও করেছেন রতন টাটা।  রতন টাটা ছাড়াও ‘‌সেবা রত্ন’‌ সম্মানে ভূষিত করা হয়েছে চালাসানি বাবু রাজেন্দ্র প্রসাদকেও।

এমনকী নিঃস্বার্থ সমাজসেবার জন্য ২৪ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও ‘‌সেবা রত্ন’‌ সম্মান প্রদান করা হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং। আরএসএসের শাখা সংগঠন ‘সেবা ভারতী’র তরফে বলা হয়েছে, ‘নিঃস্বার্থ সমাজসেবা ও সমাজ কল্যাণে অনুদান দেওয়ার জন্য এই সম্মান প্রদান করা হয়েছে।’‌ 

Previous articleDurga Puja Carnival 2022: দুর্গাপুজো ‘কার্নিভাল’ ঘিরে সাজছে রেড রোড থাকছে ৯৫ পুজো কমিটি
Next articlePuja Carnival LIVE: মঞ্চে মমতা:কার্নিভাল কাঁপাচ্ছে একের পর এক বড় পুজো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here