Rape Case: পাঁচ ধর্ষণ-‌কাণ্ডে তদন্ত রিপোর্ট তলব হাইকোর্টের‌

0
437

দেশের সময় ওয়েবডেস্কঃ সাম্প্রতিকালে রাজ্যে একের পর এক ধর্ষণ কাণ্ডের ঘটনা সামনে এসেছে। কিছু মামলার তদন্তভার সিবিআই-এর কাছে গেছে, কিছু মামলার তদন্ত করছে পুলিশ। এবার এমনই পাঁচ মামলা— ময়নাগুড়ি, নেত্রা, নামখানা, পিংলা ও শান্তিনিকেতনের ধর্ষণ-কাণ্ডের কেস ডায়েরি ও তদন্ত রিপোর্ট রাজ্যের কাছে তলব করল কলকাতা হাইকোর্ট ৷


শুধু তাই নয়, এই ধর্ষণ কাণ্ডের প্রত্যক্ষদর্শী ও নির্যাতিতাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত এক মামলার শুনানিতে এমন নির্দেশ দেয়। পাশাপাশি, তিনদিনের মধ্যে অর্থাৎ শুক্রবারের মধ্যে তদন্ত রিপোর্ট ও কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজেপির পক্ষ থেকে আইনজীবী সুস্মিতা সাহা, রাজ্যের এই পাঁচ ধর্ষণ কাণ্ড নিয়ে মামলা করেছিলেন। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। এই শুনানি চলাকালীন প্রধান বিচারপতি রাজ্যে ঘটে যাওয়া একের পর এক এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারপরই রাজ্যের কাছে কেস ডায়েরি ও তদন্তের রিপোর্ট চায় হাইকোর্ট।

মঙ্গলবার আদালতের তরফে নির্দেশ দেওয়া হল, নির্যাতিতার পরিবারের সদস্যদের যথাযথ নিরাপত্তা দিতে হবে। এদিন হাইকোর্টে একাধিক ধর্ষণের মামলার শুনানিতে বলা হয়, সকল নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি সমস্ত সাক্ষীকে যথাযথ নিরাপত্তা দিতে হবে। সেই সঙ্গে পাঁচ ধর্ষণ-‌কাণ্ডে কেস ডায়েরি তলব করেছে আদালত।

একইসঙ্গে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টও চাওয়া হয়েছে। আগামী ২২ এপ্রিলের মধ্যে রিপোর্ট এবং কেস ডায়রি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন শুনানি চলাকালীন অসন্তোষও প্রকাশ করেন বিচারপতি। এদিকে পিংলায় নির্যাতিতার মা অভিযোগ করেন, ঘটনার পর থেকে তাঁর ছেলেকে ফোনে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশি তদন্ত, সাক্ষীদের নিরাপত্তা নিয়ে আদালতে সংশয় প্রকাশ করেন একাধিক মামলাকারী। এবার সেই সব অভিযোগ শুনেই কড়া নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।  

Previous articleWeather Update: কবে নামবে স্বস্তির বারিধারা,কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস কবে? জেনে নিন আবহাওয়ার আপডেট
Next articleBansdroni Shootout: কলকাতায় ফের দিনেদুপুরে শ্যুটআউট, সিন্ডিকেট বিবাদে গুলিবিদ্ধ দুই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here