Ramdas Athwale:মতুয়াদের নাগরিকত্ব পাওয়া উচিত,হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আঠওয়ালের

0
268

দেশের সময়, ঠাকুর নগর উত্তর২৪পরগনা: বৃহস্পতিবার কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে এসেছিলেন।

এদিন তিনি হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন । তারপর সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরকে বলেন, ‘মতুয়াদের নাগরিকত্বের দাবি বহু বছরের। লোকসভা ভোটের আগে মতুয়াদের নাগরিকত্ব পাওয়া উচিত। তাঁদের ন্যায় পাওয়া উচিত।’ পাশাপাশি তাঁর কথায়, ‘‘মতুয়ারা যাতে নাগরিকত্ব পান, সে জন্য আমি এবং শান্তনু ঠাকুর চেষ্টা করছি। কেন্দ্রীয় সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।’

রামদাস আঠওয়ালের মন্তব্যের বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, ‘সিএএ ওঁনার দফতরের বিষয় নয়। তবে উনি বলেছেন, ঠিকই আছে। নাগরিকত্ব একটা বড় ব্যাপার। মানুষের স্বার্থে তা হওয়া উচিত এবং এটা মতুয়াদের দীর্ঘদিনের একটি ন্যায্য দাবি।’

রামদাস আঠওয়ালের মন্তব্য প্রসঙ্গে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন, ‘সিএএ রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে না। গোটা বিষয়টি কেন্দ্র সরকারের। তারাই আইন করেছে। ২০১৯ সালে কেন্দ্র তথা বিজেপি ভোটের জন্য নাগরিকত্ব নিয়ে মতুয়াদের ভাঁওতা দিয়েছে। এটা মতুয়ারা ধরে ফেলেছেন। কয়েক মাস পরে লোকসভা ভোট, তাই আবার কেন্দ্রের মন্ত্রীরা পরিযায়ী পাখির মতো এসে নাগরিকত্ব নিয়ে ভাঁওতা দিতে শুরু করেছেন।’

মমতার কথায়, ‘মতুয়ারা যে ন্যায় পাননি, তা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথাতেই স্পষ্ট।’


মমতা আরও বলেন, আগামী ২৮ ডিসেম্বর ধর্মতলায় কর্মসূচি নেওয়া হয়েছে নাগরিকত্ব আইন পরিবর্তনের দাবিতে। কারণ, এই আইনে মতুয়াদের উদ্বাস্তু, অ-নাগরিক কথা বলা হয়েছে।

Previous articleChandannagar Jagadhatri Puja : জগদ্ধাত্রী বন্দনায় সেজে উঠছে চন্দননগর: দেখুন ভিডিও
Next articleKartik Puja: ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের কার্তিক পুজো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here