পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হেনেছিল ভারতীয় সেনা। গুঁড়িয়ে দিয়েছিল একাধিক জঙ্গিঘাঁটি। ভারতীয় সেনা শুধু জঙ্গিঘাঁটিকেই নিশানা করেছিল। অপারেশন সিঁদুরের প্রশংসা করে এবার ভারতীয় সেনাকে ‘দক্ষ সার্জেন’-র সঙ্গে তুলনা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার লখনউয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, দক্ষ সার্জেনের মতো ভারতীয় সেনা পাকিস্তানে জঙ্গিঘাঁটির শিকড়ে আঘাত করেছে।
এদিন লখনউয়ে কেএন মেমোরিয়াল হাসপাতালে ২৫ বছর পূর্তিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাখতে গিয়ে রাজনাথ বলেন, “আমাদের সেনা দক্ষ চিকিৎসক অথবা সার্জেনের মতো কাজ করেছে। একজন সার্জেন তাঁর অস্ত্রোপচারের সরঞ্জাম শুধুমাত্র রোগের জায়গায় ব্যবহার করেন। একইরকমভাবে সতর্কতার সঙ্গে ভারতীয় সেনা সন্ত্রাসবাদের শিকড়ে শুধুমাত্র আঘাত হেনেছে।” ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতি নিয়ে সম্মতির পর প্রথমবার সাধারণ মানুষের জমায়েতে এই মন্তব্য করলেন রাজনাথ।
চিকিৎসক ও জওয়ানদের নিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “দু’জনেরই কঠোর প্রশিক্ষণ দরকার হয়। জরুরিকালীন পরিস্থিতিতে দ্রুত, কঠোর সিদ্ধান্ত নিতে হয়। কোভিড-১৯’র সময় চিকিৎসকদের যে একাগ্রতা দেখা গিয়েছে, অপারেশন সিঁদুরের সময় তা সেনার মধ্যে দেখা গিয়েছে। আপনারা চিকিৎসকরা রোগীদের পরিষেবা দেন। আর আমরা প্রতিরক্ষা মন্ত্রক প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সীমানার বাইরে সন্ত্রাসবাদকে নির্মূল করি। অপারেশন সিঁদুরের সাফল্য তার প্রমাণ।”
https://x.com/rajnathsingh/status/1924829907731022136?t=G1veCX5b29VnxHHtwTrL3Q&s=19
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। ১৫ দিনের মাথায় এই হামলার জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারত জানায়, ভারত এই প্রত্যাঘাত শুধুমাত্র জঙ্গিঘাঁটিতে করেছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। পাকিস্তানের সাধারণ নাগরিককেও নিশানা করা হয়নি। তারপরও অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে। সাধারণ নাগরিকদের নিশানা করে। ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেয়। অবশেষে পাকিস্তান মাথা নত করে। পাকিস্তানের আবেদনে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত।